বৃষ্টির দিন ফুরিয়ে এল, তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণে, কবে থেকে? জানাল হাওয়া অফিস
আনন্দবাজার | ০৫ মে ২০২৫
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আরও কিছু দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্য জুড়ে। তার পর থেকে আবার গরম বাড়বে। চলতি সপ্তাহের শেষের দিকেই ফিরতে পারে গ্রীষ্মের দাপট।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারও। তার পর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই শুকনো আবহাওয়ার সম্ভাবনা। সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস দক্ষিণের প্রায় সব জেলায়। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো কিছু জেলায় হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এ ছাড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বুধবারও ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং-সহ সব জেলায় মঙ্গলবার পর্যন্ত ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সপ্তাহের বাকি দিনগুলিতেও দু’-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে তার পর আবার শুকনো আবহাওয়া ফিরবে উত্তরবঙ্গে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তার পর ধীরে ধীরে পারদ চড়বে। পরবর্তী তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের সর্বত্র। হাওয়া অফিস জানিয়েছে, গুজরাত উপকূল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অসম, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, বাংলা থেকে ওড়িশা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত গিয়েছে একটি অক্ষরেখা। তার ফলে এখনও কিছু কিছু জায়গায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম।