• দ্বাদশের সহায়িকা বইয়ের প্রচ্ছদ-চিত্র ঘিরে বিতর্ক
    আনন্দবাজার | ০৫ মে ২০২৫
  • একটি বেসরকারি প্রকাশনা সংস্থা থেকে বেরোনো দ্বাদশ শ্রেণির সহায়িকা বইয়ের প্রচ্ছদ ঘিরে বিতর্ক বাধল। দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের ওই বইটির প্রচ্ছদে দেখা যাচ্ছে, সন্ত্রাসবাদীদের মতো দেখতে দু’জন মানুষ আগ্নেয়াস্ত্র ধরে রয়েছে। প্রচ্ছদে আছে এক সেনাকর্মীর ছবিও। যিনি আগ্নেয়াস্ত্র তাক করে আছেন। শিক্ষকদের একাংশের মতে, এমন প্রচ্ছদ পড়ুয়াদের মধ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষত, পহেলগামের ঘটনার পরে পাঠ্যপুস্তকে এমন প্রচ্ছদ কখনওই কাম্য নয়।

    বাঙুরের নারায়ণ দাস মাল্টিপারপাজ় স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, ‘‘এই ধরনের ছবি পড়ুয়াদের মনে আরও বেশি করে ঘৃণার বাতাবরণ তৈরি করতে পারে। আমাদের দেশের ঐতিহ্য যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই ছবি তার পরিপন্থী। বইয়ের প্রচ্ছদ অবিলম্বে পরিবর্তন করার আবেদন জানাচ্ছি।’’

    নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইনের মতে, ‘‘এই ধরনের প্রচ্ছদ হিংসার আবহ সৃষ্টি করতে পারে। বর্তমান পরিস্থিতিতে এমন ছবি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের সাংবিধানিক নীতিকে লঙ্ঘন করতে পারে। বই ছাত্রছাত্রীদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে মানসিক গঠন ও যুক্তিবোধ তৈরি করে। প্রচ্ছদে এমন ছবি কাঙ্ক্ষিত নয়।’’

    যদিও দ্বাদশ শ্রেণির এই সহায়িকা বই ইতিমধ্যে বাজারে চলে এসেছে। কেউ কেউ বইটি কিনেও ফেলেছে। বইটি যারা প্রকাশ করেছে, সেই সংস্থার এক কর্ণধার বলেন, ‘‘আমরা কয়েকটি জায়গা থেকে আপত্তির কথা শুনেছি। এই প্রচ্ছদ পরিবর্তন করা হবে। সমাজমাধ্যমে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। নতুন প্রচ্ছদে বই ছাপানোর কাজ চলছে। কিছু দিনের মধ্যেই সেই বই চলে আসবে।’’
  • Link to this news (আনন্দবাজার)