আপাতত ম্যাগমা হাউজ়ের রুফটপ রেস্তোরাঁ ভাঙা যাবে না, মৌখিক নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি গৌরাঙ্গ কান্ত-র নির্দেশ, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। সমস্ত রকমের অনুমতি থাকা সত্ত্বেও পুরসভা শহরের বিভিন্ন রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিয়েছে বলে হাইকোর্টে মামলা দায়ের করার আবেদন জানিয়েছিল ম্যাগমা হাউজ়ের ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ। সোমবার বিচারপতি গৌরাঙ্গ কান্ত মামলা দায়ের করার অনুমতি দেন।
দুপুর ২টোয় মামলার শুনানি শুরু হয়। মামলাকারীর আইনজীবী আদালতে সওয়াল করেন, ‘পুরসভা নির্দিষ্ট পলিসি নিয়ে বলতেই পারে, কোনও রুফটপ রেস্তোরাঁ রাখবে না। কিন্তু তার মানে এটা নয়, একদিন হঠাৎ এসে ভাঙতে শুরু করে দিল। এই নিয়ে পুরসভা কোনও বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নেয়নি। হঠাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন রুফটফ রেস্তোরাঁ থাকবে না। আর পুরসভা ভাঙতে শুরু করবে, এটা হয় না।’
মামলাকারীর আইনজীবী জানান, তাঁদের কাছে যাবতীয় কাগজপত্র, লাইসেন্স রয়েছে। তার পরও পুরসভা কোনও সিদ্ধান্ত নিলে, সময় দিতে পারত। সে সব না করেই, ভেঙে দেওয়া হচ্ছে। এটা হতে পারে না। তিনি আদালতের কাছে অন্তর্বর্তী নির্দেশের আবেদন জানান। আপাতত ম্যাগমা হাউজ়ের রুফটপ রেস্তোরাঁ ভাঙা যাবে না বলেই মৌখিক নির্দেশ হাইকোর্টের। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।