• বনগাঁ থেকে দিল্লি অবধি এসি ট্রেন চালু হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট নিয়ে মুখ খুলল রেল
    এই সময় | ০৫ মে ২০২৫
  • বনগাঁ-রানাঘাট হয়ে নয়াদিল্লি পর্যন্ত এসি ট্রেন চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়। সেই কাগজ দেখে তো খুশির হাওয়া সীমান্ত শহর বনগাঁয়। অনেকে এমনও রটিয়ে দেন, অমৃতভারত প্রকল্পে স্টেশনের আধুনিকীকরণের পর এ বার যোগাযোগ ব্যবস্থায় আরও নজর দেওয়া হচ্ছে। ‘রেলের বিজ্ঞপ্তি’ বলে ধরে নিয়ে চারদিকে হইহই। এ বার সেই বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল পূর্ব রেল। এই বিজ্ঞপ্তির কোনও বাস্তব ভিত্তি রয়েছে কি না, জানিয়ে দিল রেল।

    যে বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে লেখা হয়েছে, বনগাঁ জংশন থেকে নয়াদিল্লি পর্যন্ত একটি নতুন ২২ কোচের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চালুর প্রস্তাব রেল বোর্ডে পাঠানো হয়েছে। তা পাঠানো হয়েছে পূর্ব রেলের তরফে। বিজ্ঞপ্তিতে ট্রেনের রুটেরও উল্লেখ রয়েছে— বনগাঁ থেকে রানাঘাট জংশন, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ জংশন, ভাগলপুর জংশন, কিউল জংশন, পাটনা জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, কানপুর সেন্ট্রাল হয়ে নিউ দিল্লি স্টেশন।

    এ নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে। আর চর্চা-আলোচনার মাঝেই পূর্ব রেলওয়ের তরফে জানানো হলো, যে বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন। পূর্ব রেলওয়ে রেল বোর্ডে এই ধরনের কোনও ট্রেন চালুর প্রস্তাবই পাঠানো হয়নি। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ধরনের ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য যাত্রীদের মধ্যে অযথা উত্তেজনা এবং বিভ্রান্তি সৃষ্টি করছে।

  • Link to this news (এই সময়)