এই সময়, কোচবিহার: লেডিজ স্পেশাল বাস পরিষেবা বন্ধই করে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। বাসে যাত্রী না-হওয়ায় মে মাসের শুরুতে কোচবিহার থেকে আলিপুরদুয়ারের মধ্যে চলাচল করা এই স্পেশাল বাস পরিষেবা বন্ধ করেছে তারা। জানা গিয়েছে, মহিলা যাত্রীর অভাবে বাস চালাতে গিয়ে প্রতিদিনই হাজার, হাজার টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছিল নিগমকে। শেষ পর্যন্ত, ছ'মাসের মাথায় ওই রুট থেকে বাস তুলে নেওয়া হয়। প্রশ্ন উঠেছে, প্রাথমিক সার্ভে না-করে হঠাৎ করে কি বাস-সার্ভিস চালু করা হয়? যদিও নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, 'গরমের ছুটি থাকায় আপাতত বাসটি বন্ধ করা হয়েছে। স্কুল খুললে টাইম টেবিল ঠিকঠাক করে তা চালু করা হবে।'
চেয়ারম্যানের বক্তব্যের সঙ্গে অবশ্য বাস্তব পরিস্থিতির মিল নেই। জানা গিয়েছে, কোচবিহার থেকে আলিপুরদুয়ার এই ২৫ কিলোমিটার দূরত্বের জন্য মাথাপিছু ভাড়া নেওয়া হয় ২৬ টাকা। বাসটিতে আসন সংখ্যা ৩৭। তবে একটি ট্রিপে ৮ থেকে ১০ জনের বেশি যাত্রী হচ্ছিল না। নিগমের হিসেব অনুযায়ী, একটি বাস চালাতে প্রতি কিলোমিটারে শুধু জ্বালানি বাবদ খরচ হয় ২৪ টাকা।
সেই হিসেবে প্রতিদিন ১০০ কিলোমিটার যাতায়াতে জ্বালানি খরচ হয় প্রায় আড়াই হাজার টাকা। আর বাসের টিকিট বিক্রি করে প্রতিদিন গড়ে আয় হচ্ছিল প্রায় এক হাজার টাকা। অর্থাৎ প্রতিদিন দেড় হাজার টাকার ক্ষতি হচ্ছিল। বাসের চালক, কন্ডাক্টর এবং রক্ষণাবেক্ষণের খরচ যোগ করলে ক্ষতির পরিমাণ আরও বেশি। ভর্তুকিতে চলা একটা সংস্থায় লেডিজ স্পেশাল চালানোর যুক্তি কী, কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে।
গত বছর নভেম্বরে ঘটা করে লেডিজ় স্পেশাল বাস চালু করেছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। শনি ও রবিবার বাদ দিয়ে সপ্তাহের পাঁচ দিন কোচবিহার থেকে আলিপুরদুয়ার দু'বার করে মোট চার বার বাসটি যাওয়া আসা করছিল।