• ট্রলিভ্যান চালকের ছেলের ৯৫ শতাংশ নম্বর, তার পরে?
    এই সময় | ০৫ মে ২০২৫
  • দিব্যেন্দু সরকার, আরামবাগ

    দারিদ্র কোনও ভাবেই সাফল্যের অন্তরায় হয়ে দাঁড়ায় না। যতই প্রতিকূলতা থাকুক না কেন, মনের অদম্য ইচ্ছা, একাগ্রতা আর পরিশ্রম যে বৃথা যায় না, তা প্রমাণ করে দেখাল খানাকুলের এক ছাত্র অভীক দোলুই। খানাকুলের তাঁতিশাল গ্রামে বাড়ি। যোগাযোগের ক্ষেত্রে একেবারেই অনুন্নত এই এলাকা। খানাকুলের সেকেন্দারপুর রায় কেপি পালবাহাদুর হাইস্কুল যেতে সময় লাগে প্রায় ঘণ্টাখানেক। কিন্তু পরিশ্রম আর অধ্যবসায়ে আজ সাফল্যের মুখ দেখেছে অভীক।

    বাবা বাবলু দোলুই সারাদিন ইঞ্জিনচালিত ট্রলি ভ্যান চালান। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে মালপত্র বয়ে দিয়ে আসাই একমাত্র কাজ। সেখান থেকেই যে আয় হয়, তাই দিয়েই দুই ছেলে ও পরিবারের খরচ চলে। কিন্তু এই কষ্টের সংসারে অভীকের লড়াইয়ের প্রথম ধাপের পরীক্ষায় সাফল্য পাওয়ায় আনন্দিত অভীকের বাবা-মা-সহ অন্যরাও।

    মা অপর্ণা দোলুই গৃহবধূ। অ্যাসবেস্টের ছাউনি দেওয়া মাটির বাড়ি। অনেক কষ্ট করে কোনও রকমে সংসার চলে। তবুও, ছেলেকে উচ্চশিক্ষিত করার জন্য চেষ্টার কোনও খামতি রাখেননি বাবলু। মাধ্যমিক পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়ে বাবা-মায়ের সেই চেষ্টার দাম দিল ছেলে অভীক। সে এ বার মাধ্যমিকে ৬৭০ নম্বর পেয়েছে। অভীকদের বাড়ি খানাকুলের তাঁতিশাল গ্রামে। অভীকের ইচ্ছে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আগামী দিনে ইঞ্জিনিয়ার হওয়া। কিন্তু এর জন্য অনেক অর্থেরও প্রয়োজন।

    মা অপর্ণা দোলুই বলছিলেন, 'যত কষ্টই হোক, ছেলেকে ভালো করে পড়াব। ওর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন যাতে সফল হয়, সেই চেষ্টা করে যাব।' অভীক নিজে জানায়, মাধ্যমিক পরীক্ষার আগে তার চারটি বিষয়ে গৃহশিক্ষক ছিলেন। তবে অন্য দু'টি বিষয়ে আরও দু'জন শিক্ষক বিনা বেতনে দেখিয়ে দিতেন। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যথেষ্ট সাহায্য করেছেন।' আগামী দিনেও ওই সব শিক্ষকের সহায়তা পাবেন বলে তাঁর আশা।

    অভীকের কাকা নুটাই দোলুই জানালেন, ভাইপোকে পড়ানোর জন্য অভীকের বাবা সারাদিন কঠোর পরিশ্রম করেন। কিন্তু উচ্চ মাধ্যমিকে খরচ আরও অনেক বেশি। তাই কী ভাবে সেই পড়াশোনা চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। যদি কোনও সহৃদয় ব্যক্তি আর্থিক সহায়তা নিয়ে তাঁদের পাশে দাঁড়ান, আপাতত সেই আশাতেই বুক বেঁধেছেন তাঁরা। অভীকের স্বপ্নপূরণের জন্য যে কোনও স্বপ্নকে আশ্রয় করে বাঁচাই এখন সম্বল।

  • Link to this news (এই সময়)