বাঁকুড়ার চাষে 'ডুঙ্গির' জাদু, প্রাচীন প্রযুক্তিতেই জলসেচের আধুনিক সাফল্য...
আজকাল | ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কৃষিনির্ভর জঙ্গলমহলের জনপদ বাঁকুড়া। এখানকার অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গেই জড়িত। আধুনিক যন্ত্রপাতি বা পাম্পের অভাবে আজও বহু কৃষক নির্ভর করেন পুরনো প্রথাগত পদ্ধতির ওপর। এমনই এক নজরকাড়া প্রাচীন পদ্ধতির নাম ‘ডুঙ্গি’।
‘ডুঙ্গি’ দেখতে ছোট নৌকার মতো। কাঠের তৈরি লম্বাটে এই বস্তুটি মূলত একটি লিভার বা দোলনার মতো কাজ করে। নদী বা পুকুর থেকে হস্তচালিত এই 'ডুঙ্গি'র মাধ্যমে জল তুলে জমিতে সেচ দেওয়া হয়। প্রচুর শারীরিক পরিশ্রমের প্রয়োজন হলেও, বহু কৃষক আজও এই পদ্ধতি অবলম্বন করে চলেছেন।
রানিবাঁধের বারুডি গ্রামে দেখা গেল, বোরো ধানের জমিতে জলসেচের জন্য কৃষকরা এখনও ব্যবহার করছেন এই প্রাচীন 'ডুঙ্গি'। গ্রামের কৃষকরা জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণে পাম্প কেনা সম্ভব হয় না। কিন্তু চাষ থেমে থাকে না। পূর্বপুরুষের শেখানো উপায়েই তাঁরা জলসেচ করেন।
'ডুঙ্গি'র মতো সরল অথচ কার্যকরী একটি প্রযুক্তির ব্যবহার দেখে বিস্মিত হচ্ছেন বাইরের মানুষও। যেখানে আধুনিক কৃষি যন্ত্রপাতি পৌঁছয়নি, সেখানেই টিকে আছে গ্রামীণ বুদ্ধিমত্তার এই উদাহরণ। প্রযুক্তি যতই আধুনিক হোক, বাঁকুড়ার জঙ্গলমহলে আজও কৃষির মাটি ধরে রেখেছে ঐতিহ্য আর পরিশ্রমের এক পুরনো কৌশল—'ডুঙ্গি'।