• বেহালার আবাসনে আগুন, কালো ধোঁয়া গোটা এলাকায়
    আজকাল | ০৫ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:   বেহালা জেমস লং সরণীর বহুতল আবাসনে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, শর্ট-সার্কিট জনিত কারণে এই আগুন লেগেছে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান। আগুন লেগেছে বহুতলের পাঁচ তলায়। যুদ্ধকালীন তৎপরতায় দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টায় কর্মরত।

    পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। গত রবিবার সন্ধ্যায় সখেরবাজারে এই জেমস লং সরণীতেই একটি নার্সিং হোমে আগুন লাগার ঘটনা হয়েছিল। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গত কয়েক দিনে শহরের বেশ কয়েকটি জায়গায় পর পর আগুন লাগার ঘটনা হল। তার পরেই প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।

    দমকল সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ৩টে নাগাদ জেমস লং সরণীর ওই ফ্ল্যাটবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। পরে আরও দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ফ্ল্যাটবাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদে বার করে আনা হয়।

    মঙ্গলবার কলকাতার বড়বাজারের একটি হোটেলে আগুন লাগে। তাতে প্রাণ হারান ১৪ জন। তার পরেই কলকাতার এই হোটেলের কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। হোটেলের মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। সিট গঠন করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এর পরে গত শুক্রবার সল্টলেকের সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। বাইরে থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকর্মীরা। ঘটনাস্থলে ছিল দমকলের ১১টি ইঞ্জিন। ওই দিন রাতে নিউ টাউনের সেন্ট্রাল মলের অদূরে একটি সাইকেলের শোরুমে আগুন লেগে যায়। জায়গাটি সেন্ট্রাল মলের ঠিক পিছনেই হওয়ায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
  • Link to this news (আজকাল)