• 'আমার এত খারাপ অবস্থা হয়নি যে নিমকাঠ চুরি করতে হবে', জগন্নাথ মন্দির বিতর্কে মমতা
    আজ তক | ০৫ মে ২০২৫
  • দিঘায় জগন্নাথ মন্দিরের নিমকাঠ বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আমার এত খারাপ অবস্থাও হয়নি যে নিমকাঠ চুরি করতে হবে।' নিমকাঠ নিয়ে অযথা বিতর্ক হচ্ছে ও রাজ্যকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলেও বহরমপুর থেকে দাবি করেন মুখ্যমন্ত্রী। 

    নাম না করে বিজেপি-কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, 'জগন্নাথ ধামটা করেছি বলে খুব গায়ে লেগেছে না?' এরপরই নিমকাঠের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, 'বলা হচ্ছে, দিঘার মন্দির তৈরির জন্য আমি নাকি নিমকাঠ চুরি করেছি। আরে আমার বাড়িতেই তো চারটে নিমগাছ রয়েছে। কটা দরকার জিজ্ঞাসা করুন। আমাদের চুরি করতে হয় না। চুরি বিদ্যা ভয়ঙ্করী, যদি না পড়ে ধরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাও খারাপ অবস্থা হয়নি যে নিমকাঠ চুরি করে জগন্নাথ তৈরি করতে হবে। আমাদের মূর্তি তো মার্বেলের ছিল। জগন্নাথের মূর্তি কিনতেও পাওয়া যায়। অনেকের বাড়িতেই আছে। আমার বাড়িতেও আছে।' 

    তারপরই মুখ্যমন্ত্রী বলেন, 'ওটা নিয়ে এসেছিলেন দইতাপতি। তবে যে জায়গা থেকে বলা হচ্ছে সেই জায়গা থেকে নয়। শুনছি তাঁকে ডেকেও পাঠানো হয়েছিল। তবে উনি জানিয়ে দিয়েছেন, তিনি এমন কোনও কাজ করেননি। এটা অন্য জায়গা থেকে এনেছেন। আমি শুনেছি তাঁকে প্রশ্ন করা হয়েছে, কেন পুজো করতে গিয়েছিলে? নোটিফিকেশন দিয়ে বলেছে, কেউ যাবে না জগন্নাথ ধামে। এত গায়ে লাগছে কেন? আমরা তো পুরীতে যাই। আমাদের তো মনে খারাপ কিছু থাকে না। আমি তো পুরীতে গেলে আরএসএস বিক্ষোভ দেখায়। লজ্জা করে না! আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা?' 

    ওড়িসা কোনও বিপদে পড়লে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়ায় বলেও দাবি করেন মমতা। বলেন, 'আমি ওড়িশাকে ভালোবাসি। যখন ওদের আলুর টান পড়ে তখন আমরা জোগান দিই। সাইক্লোনের সময় বিদ্যুৎ চলে গেলে, পাইপ নষ্ট হয়ে গেলে আমরা ইঞ্জিনিয়র পাঠিয়ে দিই। সবথেকে বেশি পর্যটক পুরীতে বাংলা থেকে যায়। আমাদের কাছে খবর আছে ওড়িশায় বাংলায় কথা বললেই লোকজনকে মারধর করা হচ্ছে।' 

    গত শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন,  দিঘার জগন্নাথ ধামে বিগ্রহ নির্মাণের জন্য ওড়িশা থেকে নিমকাঠ চুরি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য সেই রাজ্যের সরকারের তাঁকে গ্রেফতার করা উচিত। পরে জানা যায়, ওই ঘটনায় ওড়িশা সরকার তদন্তও করবে।

    গত বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানও হয়। তারপরই জানা যায়, সেখানকার জগন্নাথ বিগ্রহ তৈরিতে ওড়িশার পুরুষোত্তম ধামের বিগ্রহ তৈরির জন্য মজুত নিম কাঠ দিয়ে। এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় সেই রাজ্যে। 
  • Link to this news (আজ তক)