• উল্টোডাঙা ফ্লাইওভারে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, মৃত ২
    বর্তমান | ০৫ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ফের বেপরোয়া গতির জেরে ঘটল দুর্ঘটনা। মৃত্যু হল দু’জনের। জখম আরও ২। আজ, সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা ফ্লাইওভারে। পুলিস সূত্রে খবর, এদিন ভোরে ইএম বাইপাসের দিক থেকে লেকটাউনের দিকে একই বাইকে চেপে যাচ্ছিলেন চারজন যুবক। তাদের কারোর মাথাতেই ছিল না হেলমেট। উল্টোডাঙা ফ্লাইওভারে পৌঁছতেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা রেলিংয়ে ধাক্কা মারে বাইকটি। তারপর সেই বাইক থেকে চারজনই ছিটকে পড়ে যান রাস্তায়। ওই যুবকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিস।যদিও চিকিৎসকরা জানান, দু’জনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনের চিকিৎসা চলছে আরজি কর হাসপাতালে। তাদের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের বাড়ি বেনিয়াপুকুর থানা এলাকায়। মৃতদের নাম জানিয়েছে পুলিস। তারা হলেন- সোহেল ও শোয়েব। সম্পর্কে তারা দুই ভাই বলেই জানিয়েছে পুলিস। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শাহরুখ ও রহমান। বেপরোয়া গতির জেরেই ঘটেছে দুর্ঘটনাটি, অনুমান পুলিসের। তদন্ত শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)