রাজ্যের ওয়াকফ সম্পত্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি অধীরের
দৈনিক স্টেটসম্যান | ০৫ মে ২০২৫
রাজ্যে কত ওয়াকফ সম্পত্তি রয়েছে, তার তালিকা তৈরি ও সেই মর্মে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। শনিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে ওয়াকফ আইন বাতিলের দাবিতে সভা করেন অধীর। সেই সভায় অধীর ছাড়াও উপস্থিত ছিলেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী ও অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।
সেই সভা থেকে তিনি জানান, আইন প্রত্যাহারের দাবিতে যেমন ধারাবাহিক আন্দোলন চলছে, তেমনই চলবে। সেই সভা থেকে অধীর জানান, ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার হলে সেখান থেকে মুসলিম সমাজের জন্য ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা রোজগার সম্ভব। এটা মুসলমানদের লড়াই নয়। তাঁর দাবি, স্বাধীন ধর্মচরণের সাংবিধানিক অধিকার হরণের বিরুদ্ধে এই প্রতিবাদ। শুধু তাই নয়, কেন্দ্র এবং রাজ্যকে ওয়াকফ সম্পত্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবিও জানান অধীর। একই সঙ্গে তিনি কংগ্রেস কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘মুর্শিদাবাদে নবাবের সম্পত্তি রক্ষা করতে হবে।’ রাজ্য বিধানসভায় ওয়াকফ আইনের বিরুদ্ধে সর্বদলীয় প্রস্তাব আনারও প্রস্তাব দেন তিনি।
প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদকে ঘিরে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান শমসেরগঞ্জ-সহ বেশ কিছু এলাকায় গোষ্ঠী সংঘর্ষে অশান্তি তৈরি হয়েছিল তা এখন যথেষ্ট নিয়ন্ত্রণে। সোমবার মুর্শিদাবাদে আক্রান্ত পরিবার ও দোকানদারদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকও করার কথা আছে তাঁর। সেই আবহেই মুর্শিদাবাদে সভা করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।