• আপাতত ভাঙা যাবে না পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের রুফটপ রেস্তরাঁ, জানাল হাই কোর্ট
    প্রতিদিন | ০৫ মে ২০২৫
  • গোবিন্দ রায়: পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের রুফটপ রেস্তরাঁ ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। আগামী বৃহস্পতিবার, ৮ মে পর্যন্ত ভাঙা যাবে না এই জনপ্রিয় ছাদ রেস্তরাঁ। সোমবার এমনই মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি গৌরাঙ্গ কান্থ।

     আইন না মেনে শহরে একাধিক রুফটপ রেস্তরাঁ-বার চলছে, এই অভিযোগ ওঠার পর কোপ পড়েছে রেস্তরাঁগুলিতে। কলকাতার বিভিন্ন প্রান্তের নামীদামি রেস্তরাঁ রুফটপের অংশ ভেঙে ফেলতে ইতিমধ্যে নোটিস পাঠিয়েছে পুরসভা। কোনও কোনও রেস্তরাঁর ছাদ ভেঙে ফেলাও হয়েছে। রাতারাতি এমন ঘটনায় মালিকদের অনেকেরই মাথায় হাত। শিয়রে সংকট কর্মীদেরও। মুহূর্তের মধ্যে কর্মহীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় কয়েকটি রুফটপ রেস্তরাঁর মালিক পুরসভার পদক্ষেপের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন। 

    পিটিশনারদের দাবি, কলকাতা পুরসভার ৪০১ ধারায় নোটিস দিয়েছে প্রশাসন। এই ধারায় কোনও নির্মাণ ভাঙা যায় না। অবৈধ নির্মাণ ভাঙতে হলে কলকাতা পুরসভার ৪০৮ ধারায় নোটিস দিতে হয়। বিষয়টি নিয়ে পুরসভার আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি কান্থ। পুর আইনজীবী উত্তর দেওয়ার জন্য সময় চান। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি। একইসঙ্গে মৌখিকভাবে জানিয়েছেন, ম্যাগমা হাউসের ছাদ রেস্তরাঁ আপাতত ভাঙা যাবে না। ৮ মে পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে। 

    গত সপ্তাহে বড়বাজারের এক হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর পর শহরের হোটেল, রেস্তরাঁ, ক্যাফে নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন, কোনও হোটেল বা রেস্তরাঁর সিঁড়ি, ছাদের অংশ আটকে কোনও ব্যবসা করা যাবে না। তা খালি রাখতে হবে। আগুনের মতো বড় বিপদের হাত থেকে সুরক্ষার জন্যই এই নির্দেশ তাঁর। এরপরই শহরের সমস্ত রুফটপ রেস্তরাঁ, বার, ক্যাফে বন্ধ করে দিতে তৎপর হয়ে ওঠে কলকাতা পুরসভা। গত শনিবার ৮৩ টি রুফটপ রেস্তরাঁ বন্ধের নোটিস পাঠানো হয়। অন্যথায় সেসব ভেঙে ফেলা হবে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর মাঝে অবশ্য দু,একটি রেস্তরাঁয় পুরসভার তরফে ভাঙাভাঙির কাজও শুরু হয়েছে। যা নিয়ে আদালতের দ্বারস্থ হন মালিকরা। 
  • Link to this news (প্রতিদিন)