সবাই ঠিক করে কাজ করছে তো? মুর্শিদাবাদে পৌঁছেই বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে মুখ্যমন্ত্রী
প্রতিদিন | ০৫ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব দপ্তরের সকল কর্মী ঠিক মতো কাজ করছেন তো? মুর্শিদাবাদ পৌঁছেই তা খতিয়ে দেখতে নিজেই বিভিন্ন সরকারি অফিস পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও জেলাশাসক।
ওয়াকফ ইস্যুতে এপ্রিলের শুরুতে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। একের পর এক বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশের গাড়িতেও হামলা করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ডিজি-সহ রাজ্য পুলিশের সমস্ত কর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছিলেন মমতা। তাঁর নির্দেশ ছিল কোনওভাবেই অপরাধীরা যেন ছাড়া না পায়। সেই প্রেক্ষিতেই ধরপাকড়ের কাজ চলছে। ব্যবস্থা নেওয়া হয়েছে কর্তব্যে গাফিলতিতে অভিযুক্ত পুলিশকর্তাদের বিরুদ্ধেও। মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন, “এখন সামশেরগঞ্জ যাওয়ার সময় নয়, পরিস্থিতি শান্ত হলে তিনি যাবেন।” সেই মতোই সোমবার মুর্শিদাবাদে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।
এদিন মুর্শিদাবাদ নেবেই মুখ্যসচিব ও জেলাশাসককে সঙ্গে নিয়ে একাধিক সরকারি দপ্তরে যান মমতা বন্দ্য়োপাধ্যায়। কথা বলেন সেখানকার কর্মীদের সঙ্গে। জানতে চান ঠিক মতো কাজ হচ্ছে না। প্রসঙ্গত, মঙ্গলবার তিনি সামশেরগঞ্জের ধুলিয়ানে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন। তাঁদের সঙ্গে কথা বলবেন। জানবেন সমস্যা। উল্লেখ্য, ইতিমধ্যেই আর্থিক সাহায্য ও ক্ষতিপূরণের কাজ শুরু করা হয়েছে। প্রশাসনিক কর্তাদের সঙ্গে সেসব বিষয়ে কথা বলবেন মমতা। এরপর সুতির ছাবঘাটি ময়দানে একটি জনসভায় উপভোক্তাদের পরিষেবা প্রদান কর্মসূচি রয়েছে। ওই সভা থেকে প্রচুর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে।