বড়বাজার অগ্নিকাণ্ডে গ্রেপ্তার আরও ১, এবার পুলিশের জালে সুপারভাইজার
প্রতিদিন | ০৫ মে ২০২৫
অর্ণব আইচ: বড়বাজার অগ্নিকাণ্ডে এবার গ্রেপ্তার সুপারভাইজার। সোমবার শেখ মহম্মদ সাগির আলি নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে, মেছুয়া বাজারের ওই হোটেলে যে দাহ্য পদার্থ মজুত করা হয়েছিল, তার নেপথ্যে এই যুবকই।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। আচমকা বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। জানা যায়, হোটেলে কমপক্ষে ৪২ টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না জানলা। ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। অন্যদিকে, দমকলকর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। ১৫ জনের মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডের ঘটনার দেড়দিনের মাথায় বৃহস্পতিবার সকালে হোটেল মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়।পরবর্তীতে গ্রেপ্তার করা হয় হোটেলের ইনটিরিয়র ডিজাইনের দায়িত্বে থাকা ঠিকাদার খুরশিদ আলমকে। জেরার মুখে সে জানায়, কাজের সময় তিনি বিদেশে ছিলেন। দায়িত্বে ছিলেন শেখ মহম্মদ সাগির আলি। এরপরই তাঁকে জেরা করে পুলিশ। পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে। ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৪।