'মেজর পরিচয়ে সেনায় নিয়োগের নামে প্রতারণা', ধৃত গার্ডেনরিচের যুবক, হাতায় ৬ লাখ
হিন্দুস্তান টাইমস | ০৫ মে ২০২৫
ভারতীয় সোনার মেজর পরিচয় দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। সেই অভিযোগে কলকাতার এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ শাহজাদা। ধৃত গার্ডেনরিচের বাসিন্দা। অভিযোগ সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে উত্তরপ্রদেশের এক ব্যক্তির কাছে কয়েক লক্ষ টাকা নিয়েছিল শাহজাদা। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে আদালতে তোলা হলে ১৩ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে বড় চক্র জড়িয়ে রয়েছে। একাধিক রাজ্যে এই চক্রের জাল ছড়িয়ে পড়েছে। আরও কারা এর সঙ্গে জড়িত, তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বলে মনে করছে পুলিশ। অভিযোগ উঠেছে, উত্তরপ্রদেশের ওই ব্যক্তিকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে কলকাতায় ডাকা হয়। এরপর তাঁর কাছ থেকে ৬ লক্ষ ১৩ হাজার টাকা নেয় প্রতারকরা। এরপর সেনাবাহিনীতে নিয়োগের অ্যাডমিট কার্ডও দিয়েছিল অভিযুক্ত। শুধু তাই নয় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করা হয়। এর পরে প্রতারকেরা তাঁর কাছ থেকে আরও ৪ লক্ষ টাকা দাবি করে। তখন ওই ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ জানান।
শনিবার রাতে ওই ব্যক্তিকে টাকা দেওয়ার জন্য হেস্টিংস থানা এলাকায় যেতে বলা হয়। সেইমতো আগে থেকেই পুলিশ প্রস্তুত ছিল। তখন তাকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে।
সূত্রে জানা গিয়েছে, টেলিগ্রাম মারফত উত্তরপ্রদেশের ওই বাসিন্দার শাহজাদার সঙ্গে পরিচয় হয়। তিনি মেসেজ পান সেনাবাহিনীতে প্রচুর নিয়োগ হবে। তখন সেই মেসেজ পেয়ে শাহজাদার সঙ্গে যোগাযোগ করেন। যখন তিনি টাকা দিতে কলকাতায় এসেছিলেন তখন তাঁকে কলকাতার ফোর্ট উইলিয়াম লাগোয়া এলাকায় যেতে বলা হয়। সেখানে পৌঁছে তিনি দেখেন গাড়ি নিয়ে সেনার পোশাকে এক ব্যক্তি হাজির হন। তাঁর বুকে ব্যাজ ছিল। তাতে লেখা ছিল মেজর। আরও তিনজন তাঁর সঙ্গে ছিলেন। জানা গিয়েছে, টাকা নেওয়ার পর মেডিক্যাল শেষে ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে নিয়োগপত্র পাঠানো হয়। তা দেখে সন্দেহ হয় ওই ব্যক্তির। এরপর তিনি হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন।