দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল ...
আজকাল | ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ ৪৮ বছর এসইউসিআই-এর হাতে থাকা দক্ষিণ বারাসত সমবায় ব্যাঙ্কের ক্ষমতা এবার চলে গেল তৃণমূল কংগ্রেসের হাতে। রবিবার জয়নগর থানার দক্ষিণ বারাসত সমবায় ব্যাঙ্কের নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয়। ন'টি ভোটগ্রহণ কেন্দ্রের মাধ্যমে মোট ৩০টি আসনে এই ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের সাতটি বুথ এবং হরিনারায়নপুর অঞ্চলের দুটি বুথে এই ভোট পর্ব হয়। মোট ভোটার সংখ্যা ছিল পাঁচ হাজার। রাজ্যের প্রাচীন সমবায় ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হল এই সমবায় ব্যাঙ্ক। গ্রাহক সংখ্যার বিচারে এই সমবায় রাজ্যের মধ্যে অন্যতম বড়। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সমবায়ের গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় ১৯ হাজার।
কড়া পুলিশি প্রহরার মধ্যে এই ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং ভোট গণনা হতে রাত গড়িয়ে যায়। ফলাফল প্রকাশের পর দেখা যায় ৩০টি আসনের মধ্যে ২০টি আসনে জয়লাভ করেছে তৃনমূল কংগ্রেস ও চারটি আসনে জয়লাভ করেছে এসইউসিআই। বাকি ছয়টি আসনের ফলাফল অমীমাংসিত অবস্থায় রয়ে গিয়েছে। এই আসনগুলিতে আগামী দিনে ভোট গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।
জয়ের পর সবুজ আবির মেখে আনন্দে মাতেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস-সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। জয়নগরের বিধায়ক বলেন, 'প্রথমে কংগ্রেস ও তারপর দীর্ঘদিন ধরে এসইউসিআই-এর হাতে থাকার জন্য এলাকার উন্নয়নে এই সমবায় ব্যাঙ্ক পিছিয়ে পড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় দীর্ঘ ১০ বছর পর এই সমবায় ব্যাঙ্কে নির্বাচন হল। আমরা এতদিন এখানে ঢুকতে পারি নি। আর এবারে আমরা মানুষের রায়ে ক্ষমতায় এসেছি। সমবায়ের মাধ্যমে উন্নয়নের কাজ হবে।'
উল্লেখ্য,জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস এই দক্ষিন বারাসতের বাসিন্দা। তাই বিধানসভা ভোটের কয়েকমাস আগে এই সমবায়ে জয়লাভ রীতিমতো চ্যালেঞ্জ ছিল শাসক তৃনমূল কংগ্রেসের কাছে। ফলে এই জয় শাসক তৃনমূল কংগ্রেসের কাছে বাড়তি অক্সিজেন জোগালো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে তৃণমূলের বিরুদ্ধে ব্যালট বাক্স ছিনতাই, ছাপ্পা ও জয়ী এসইউসির প্রার্থীদের সার্টিফিকেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন এসইউসিআই-এর জেলা কমিটির সদস্য সুবীর দাস।