• একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ ...
    আজকাল | ০৬ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কৃষক উকিল বর্মন অপহরণ কাণ্ডের প্রেক্ষিতে কোচবিহারের চামটা সীমান্ত এলাকায় সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ বিএসএফ ও পুলিশের। বাংলাদেশি দুষ্কৃতীদের হাত থেকে ভারতীয় কৃষকদের রক্ষা করতে বিএসএফ ও পুলিশের যৌথ উদ্যোগে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চামটার ঘাটিয়ালটারি গ্রামের কৃষকদের নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ছিলেন দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র, সিতাই থানার আইসি দীপাঞ্জন দাস এবং বিএসএফের আধিকারিকরা।  

    দিনহাটা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, 'সীমান্ত এলাকায় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। কোনোভাবেই একা বা অপ্রস্তুত অবস্থায় সীমান্তবর্তী জমিতে কাজ করতে যাওয়া উচিত নয়।'  

    বিএসএফ আধিকারিকরা জানান, সীমান্তে নিরাপত্তা জোরদারে তাঁরা সর্বদা সচেষ্ট রয়েছেন। কৃষকদের নিরাপত্তা নিয়ে কোনো প্রকার শিথিলতা মেনে নেওয়া হবে না। চামটা গ্রামের কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেছেন,আগে থেকেই সতর্ক থাকলে উকিল বর্মনের মতো ঘটনা এড়ানো সম্ভব হত।

    প্রসঙ্গত, গত ১৬ই এপ্রিল দুপুরে শীতলকুচির বাজারবাড়ি এলাকার কৃষক উকিল বর্মন কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে নিজের জমিতে চাষের কাজ করতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত হন। তাঁকে বাংলাদেশে তুলে নিয়ে যাওয়া হলে পরবর্তী সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে উদ্ধার করে। বিজিবি তাঁকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয় এবং ওই দেশের পুলিশ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার 'মিথ্যা' অভিযোগে উকিলকে লালমনিরহাট আদালতে পেশ করে। বর্তমানে ওই ভারতীয় কৃষক লালমনিরহাট জেলে আটক রয়েছেন বলে জানা গিয়েছে।

    নড়েচড়ে বসে বিএসএফ ও পুলিশ প্রশাসন। সীমান্ত এলাকায় কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে ভারতীয় কৃষকদের ফসল চুরি এবং মাঝেমধ্যে অপহরণের মতো ঘটনা ঘটছে। এসব ঘটনা রোধে স্থানীয় কৃষকদের সতর্ক ও সচেতন করতে এই বিশেষ সভার আয়োজন করা হয়।  বিএসএফ ও পুলিশ প্রশাসনের তরফ কৃষকদের নির্দেশ দেওয়া হয় তারা যেন কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে সঙ্গবদ্ধভাবে কৃষিকাজ করতে যায়। সেইসঙ্গে যেন বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চাষাবাদে যায়। সন্দেহজনক ব্যক্তি বা গতিবিধি দেখলে যেন তৎক্ষণাৎ বিএসএফ কর্তৃপক্ষকে জানানো হয়।
  • Link to this news (আজকাল)