• ময়নাগুড়িতে একটি বাড়িতে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি
    বর্তমান | ০৬ মে ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ, সোমবার ময়নাগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আচমকাই আগুন লাগে। জানা গিয়েছে, সেই সময় ওই বাড়ির উনুনে জল গরম হচ্ছিল। হঠাৎই সেখান থেকে কোনওভাবে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে গোটা বাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ছুটে আসেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে আসে দমকল কর্মীরাও। সূত্রের খবর, যে ঘরে আগুন লেগেছিল সেখানে না কী প্রচুর কাঠ মজুত করা ছিল। ওই বাড়ির মালিক কাঠের ব্যবসা করেন। অগ্নিকাণ্ডের জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে এই দুর্ঘটনার জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)