সংবাদদাতা, ময়নাগুড়ি: গাড়ি চুরির মূল পান্ডা মিঠুন রায়কে গ্রেপ্তারের পর এবার পুলিসের জালে কোচবিহারের এক বাইক চোর। উদ্ধার হয়েছে চোরাই বাইকও। জানা গিয়েছে ধৃতের নাম খসরুদ্দিন মিঁয়া। তার বাড়ি কোচবিহারের হুল্লার বাজার এলাকায়। ইতিমধ্যেই পুলিসি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে তার কাছে আরও বেশ কয়েকটি চোরাই বাইক রয়েছে। জানা গিয়েছে, কিছুদিন আগেই ময়নাগুড়ি রোড এলাকা থেকে চুরি হয়েছিল একটি বাইক। গত শনিবার মেখলিগঞ্জের বাসিন্দা মিঠুন রায়কে গাড়ির চুরির অভিযোগে গ্রেপ্তার করে ময়নাগুড়ি থানার পুলিস। উদ্ধার হয় দুটি পণ্যবাহী গাড়ি। তাকে ৬ দিনের পুলিসি হেফাজত দিয়েছিল আদালত। সেই সূত্র ধরেই আরও এক অভিযুক্ত ধরা পড়ল পুলিসের জালে। এই চুরির ঘটনায় একটি বড় গ্যাং জড়িত রয়েছে বলে পুলিসের অনুমান।