এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মী ও পেনশনপ্রাপকের ৪ শতাংশ করে মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির কথা ছিল। মে মাসে শুরুতে সংশ্লিষ্ট কর্মী ও পেনশনপ্রাপকদের অ্যাকাউন্টে এপ্রিলের বেতন ও পেনশন পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু অভিযোগ, এপ্রিলের পেনশনের সঙ্গে ওই বর্ধিত ডিএ পাননি রাজ্যের সরকারি পেনশনপ্রাপকদের একাংশ। আর এই অভিযোগ তুলেই মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ।
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে চিঠিতে উল্লেখ করা হয়েছে, পেনশনের টাকার উপর নির্ভর করেই রাজ্যের বহু পরিবার চলে। বর্ধিত ডিএ না মেলায় চরম আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে সেই সব পরিবারকে। শীর্ষ আদালতের অতীতের রায় উল্লেখ করে চিঠিতে দাবি জানানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত পেনশনপ্রাপকদের বার্ষিক ৬ শতাংশ সুদ-সহ যাবতীয় বকেয়াও মিটিয়ে দিতে হবে রাজ্যকে। একই সঙ্গে যাঁদের গাফিলতিতে এমন ঘটনা, তাঁদের শাস্তির দাবিও জানানো হয়েছে।
১২ ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের কর্মীদের ডিএ চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। সেই সময় মন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মচারীরা এপ্রিল থেকে মূল বেতনের ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মী, সরকার অধিকৃত, পঞ্চায়েত, পুরসভার কর্মীদেরও ডিএ বৃদ্ধি পেয়ে হবে ১৮ শতাংশ। এছাড়া রাজ্য সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও মূল পেনশনের ওপর ১৮ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন।