• পহেলগাম নিয়ে তৃণমূল রয়েছে কেন্দ্রের পাশেই, জানালেন মমতা
    দৈনিক স্টেটসম্যান | ০৬ মে ২০২৫
  • দেশের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পাশেই থাকবে তৃণমূল কংগ্রেস। পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর দলের অবস্থান ফের একবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনার সুযোগ নিয়ে কখনও রাজনীতি করবে না তৃণমূল।

    মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেওয়ার আগে ডুমুরজলায় দাঁড়িয়ে ফের একবার জাতীয় নিরাপত্তার বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘দেশে এখন যা চলছে, জাতীয় নিরাপত্তার যে ব্যাপার, আমরা বলেই দিয়েছি, তাতে আমাদের দল কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে। কেন্দ্র যা পদক্ষেপ করবে, আমরা সম্পূর্ণ সমর্থন করব। কখনও ডিভাইড অ্যান্ড রুল করব না।’

    উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে তৃণমূলের তরফে যোগদান করেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই সাংসদ জানিয়ে দিয়েছিলেন, এ বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সিদ্ধান্তকে সম্পূর্ণ সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেস। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের পহেলগাম কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য না করার নির্দেশ দেন। এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রের বিজেপি সরকারের পাশেই থাকবেন তিনি ও তাঁর দল। এ বিষয়ে কখনও কোনও রাজনীতি করবে না তৃণমূল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)