• 'আমার বাড়িতে চারটে নিমগাছ আছে, ক'টা দরকার জিজ্ঞেস করুন'!
    ২৪ ঘন্টা | ০৬ মে ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  'আমার বাড়িতে চারটে নিমগাছ আছে'। দীঘায় জগন্নাথ ধাম বিতর্কে এবার মুখ খুললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আমাদের বাংলার পর্যটকরা সবচেয়ে বেশি যায় ওড়িশায়। তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি, আপনাদের আপত্তির কী আছে'!

    মুখ্যমন্ত্রী বলেন, 'জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না, বলা হচ্ছে, আমি নিমগাছও চুরি করেছি। আমার বাড়িতে চারটে নিমগাছ আছে। ক'টা দরকার জিজ্ঞেস করুন। চুরিবিদ্যা ভয়ংকরী, যদি সে পড়ে ধরা। চোরের মায়ে বড় গলা।   মমতা বন্দ্যোপাধ্যায় নিমকাঠ চুরি করে জগন্নাথ ধাম করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা হয়নি'।

    মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'এত গায়ে লাগছে কেন! আমরা তো সবাই পুরীতে যাই। কই আমরা তো এই প্রশ্ন করি না। আমি পুরীতে গেলে আরএসএস বিক্ষোভ দেখায়, বিজেপি বিক্ষোভ দেখায়।   লজ্জা করে না! যখন আপনাদের আলুর দম পড়ে, বাংলায় জোগায়।  আমি ওড়িশাকে ভালোবাসি। সাইক্লোনের বিদ্যুতের সব ভেঙে যায়। রাস্তায় পাইপগুলি ভেঙে যায়।  আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান। আমাদেরও সাইক্নোন হয়, তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই'।

    ঘটনাটি ঠিক কী? পুরীর আদলে জগন্নাখ মন্দির এবার দীঘায়। অক্ষয় তৃতীয়া দিনের দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।  কিন্তু কোন কাঠে তৈরি হল বিগ্রহ? দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পুরীর মন্দিরের সেবায়ত রাজেশ দয়িতাপতি। তিনি প্রথমে বলেছিলেন, ২০১৫ সালে পুরীর মন্দিরে নবকলেবরে যে নিমকাঠ ব্যবহৃত হয়েছিল, সেই নিমকাঠের অবশিষ্টাংশ দিয়েই তৈরি দীঘার জগন্নাথ বিগ্রহ। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়।

    এদিকে ওড়িশায় ফিরে নিমকাঠে বিতর্কে নিজের অবস্থান বদলে ফেলেন রাজেশ দয়িতাপতি। বলেন, নবকলেবরে ব্যবহৃত কাঠ নয়, অন্য একটি নিম গাছের কাঠ দিয়ে দিঘায় জগন্নাথের বিগ্রহ বানানো হয়েছে। পুরীর মন্দির কর্তৃপক্ষ অবশ্য অসন্তুষ্ট। রাজেশকে শোকজ করেছে তারা।

  • Link to this news (২৪ ঘন্টা)