• ব্যাগে ছাতা আছে তো?এই সপ্তাহে কালবৈশাখী ভোগাবে কিন্ত! সঙ্গে বজ্রবিদ্যুত্‍,ঝোড়ো হাওয়া
    ২৪ ঘন্টা | ০৬ মে ২০২৫
  • অয়ন ঘোষাল: আজ বিকেলের আবহাওয়া

    সপ্তাহের শুরুতে ঝড় বৃষ্টি থাকলেও উইকেন্ডে শুষ্ক আবহাওয়া। সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া ফিরতে পারে। শুক্রবার থেকে রবিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া রাজ্যে। বুধবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল অর্থাৎ সোম ও মঙ্গলবার রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। 

    শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে। নিচের দিকে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। শুক্রবার থেকেই পরিষ্কার আকাশ তাপমাত্রা বাড়তে শুরু করবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের।

    দক্ষিনবঙ্গে সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।


    বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায়। এদিন বজ্রবিদ্যুৎ সহ ভিত্তিক সম্ভাবনা থাকবেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া ও মুর্শিদাবাদে। 

    বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন।তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    উত্তরবঙ্গে সোমবার ও মঙ্গলবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

    বুধবার ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যে এক পসলা দু এক জায়গায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।

    বুধবারের পর সামান্য তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিকে শুষ্ক আবহাওয়া। রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের।

     

  • Link to this news (২৪ ঘন্টা)