• শিলিগুড়ির ‘পাকিস্তান মোড়ে’র নামবদল! দেশভক্তি জাগিয়ে নয়া নামকরণ
    প্রতিদিন | ০৬ মে ২০২৫
  • অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ‘পাকিস্তান মোড়ে’র নাম বদল! নতুন নাম ‘ভারত মাতা’ মোড়। নেপথ্যে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। আর এই নামবদল নিয়ে সোমবার তীব্র বিতর্ক ছড়াল শিলিগুড়ি মাটিগাড়া থানা এলাকায়।

    বিশ্বাস কলোনির একটি মোড় পাকিস্তান মোড় নামে মানুষের মুখে-মুখে প্রচলিত ছিল। পরবর্তীতে ওই মোড়ের নাম এলাকাবাসীরাই ‘বিশ্বাস মোড়’ হিসেবে প্রচলন করে। কিন্তু আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের অভিযোগ, ওই মোড়ের নাম বর্তমানেও পাকিস্তান মোড় নামে প্রচলিত রয়েছে। এদিন শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকার বিশ্বাস কলোনির এই মোড়ের নামকরণকে নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন বিশ্বাস কলোনির ওই মোড়ে জমায়েত হয়ে প্রথমে জাতীয় সংগীত গেয়ে পরে ‘ভারত মাতা’ মোড় নামে একটি পোস্টার লাগিয়ে দেয় মহামঞ্চের কর্মী সমর্থকরা।

    এলাকার বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়ায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চর সদস্যরা। অভিযোগ, প্রশাসনের কোনওরকম অনুমতি ছাড়া এবং স্থানীয় পঞ্চায়েতকে না জানিয়েই নিজে থেকে ওই মোড়ের নাম বদল করা হয়। আর এতেই ক্ষিপ্ত স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য মোড়ের নামকরণের বিরোধিতা না করলেও প্রক্রিয়া ও প্রশাসনে অনুমতি ছাড়া এই কাজ করায় ক্ষোভ প্রকাশ করেন। এরপর ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ বাহিনী পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
  • Link to this news (প্রতিদিন)