দেবব্রত মণ্ডল, বারুইপুর: এক প্রৌঢ়ের ছিন্নভিন্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সুন্দরবনের আমতলী গ্রামে। জানা গিয়েছে, মৃতের নাম খোকন মণ্ডল। তাঁর বয়স ৬৪ বছর। সোমবার হাত-পা কাটা অবস্থায় তাঁর দেহটি এলাকার একটি মাঠ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খোকনকে খুন করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, খোকন গোসাবা থানার শম্ভু নগর এলাকায় বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন। বেশ কিছু দিন ধরেই তাঁকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় তিনি ঘুরে বেড়াতে দেখেন বাসিন্দারা। সম্প্রতি তিনি আমতলী গ্রামে এসেছিলেন। সোমবার সকালে গ্রামের একটি মাঠে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিন্তু কী কারণে খোকনকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃতের পরিবার জানিয়েছে, খোকনকে কোনওভাবেই বাড়িতে রাখা যেত না। মাঝেমাঝেই তিনি বেরিয়ে যেতেন। আবার নিজেই ফিরে আসতেন। কিন্তু এবার বেশ কিছু দিন হয়ে গেলেও তিনি ফেরেননি। তখনই তাঁদের সন্দেহ হয়। পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও ভাবেন তারা। কিন্তু তাঁর আগেই খোকনের দেহ উদ্ধার হল। ঘটনায় স্তম্ভিত তাঁর পরিবারের লোকজনও।