সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সীমান্তের নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি-শাহকে নিশানা করে তাঁর খোঁচা, সীমান্ত সুরক্ষার বদলে সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে ব্য়স্ত ‘অ্যাক্টিং পিএম’। কিন্তু কে এই ‘অ্যাক্টিং পিএম’? মমতার জবাব, উত্তরটা বিজেপিই দিতে পারবে। তবে রাজনৈতিক মহল মনে করছে, ‘অ্যাক্টিং পিএম’ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন মমতা।
সোমবার দুপুরে মুর্শিদাবাদ পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি মমতা। সেখান থেকেই নরেন্দ্র মোদি-অমিত শাহকে আক্রমণ করেন তিনি। অভিযোগ, সীমান্তে নিরাপত্তা ঢিলেঢালা। সেদিকে নজর নেই কেন্দ্রের। অথচ সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে ব্যস্ত মোদি-শাহেরা। এ প্রসঙ্গে মমতা বলেন,”সাম্প্রদায়িক দাঙ্গা না বাঁধিয়ে সীমান্ত রক্ষা করুন। ভারত আমাদের মাতৃভূমি। আমরা সবাই দেশকে ভালবাসি। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের ন্যায়বিচার দিন। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন। তাঁকে বলব সীমান্তরক্ষায় মন দিন। সততার সঙ্গে দায়িত্ব পালন করুন। চেয়ারে বসে মানুষ মানুষে বিভাজন সৃষ্টি করবেন না।”
প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, “দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে? জানি না। বিজেপি এর উত্তর দিতে পারবে।” সঙ্গে তাঁর সংযোজন, “সাংসদ হিসেবে আমি দশ-বারোজন প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখেছি। কিন্তু এরকম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেখিনি!” উল্লেখ্য, কিছুদিন আগেও নাম না করে অমিত শাহকে সীমান্তের নিরাপত্তা নিয়ে তুলোধোনা করেছিলেন মমতা।
ওয়াকফ অশান্তির আঁচ থিতিয়ে যেতেই মুর্শিদাবাদ সফরে (Murshidabad Visit) গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই গোটা অশান্তির দায় বিজেপির কাঁধেই চাপালেন তিনি। দাবি করলেন, প্রথম থেকে সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখেছেন। তাতেই ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, পরিকল্পনামাফিক অশান্ত করা হয়েছে মুর্শিদাবাদকে। সেখান থেকেই সীমান্তের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি।