• হৃদয়ে লেখা নাম! মৃত্যুর পর বিয়ে করা স্ত্রীর ছবিতে ঘর সাজাবেন সাগর
    প্রতিদিন | ০৬ মে ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: ৮ বছর চুটিয়ে প্রেম করার সময় আর পাঁচ জন প্রেমিক-প্রেমিকার মতোই মোবাইলে অনেক ছবি তুলেছিলেন সাগর ও মৌলি। সেই ছবির সংখ্যাটা কয়েক হাজার হবে। বাকি জীবনে মৌলির স্মৃতি ধরে রাখতে এই ছবিগুলিকেই হাতিয়ার করছেন সাগর। আর তাই এই কয়েক হাজার ছবি নিয়ে অ্যালবাম তৈরি করে তা আজীবন যত্ন করে রেখে দিতে চান তিনি। শুধু অ্যালবাম তৈরিই নয়, তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মৌলির যে ছবি গত ৮ বছর ধরে ক্যামেরাবন্দি হয়েছে, সেই ছবির কিছুও নিজের ঘরে ও বাড়ির আনাচে কানাচে ফ্রেম করে বাঁধিয়ে রাখতে চান সাগর। যাতে সারা বাড়িতে মৃত্যুর পর বিয়ে হওয়া প্রেমিকা বউ হিসেবে থেকে যান।

    স্তন ক্যানসারে আক্রান্ত প্রেমিকা মৌলি মণ্ডলের মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে তাঁকে বিয়ে করেছিলেন প্রেমিক সাগর বারিক। শুক্রবার সেই মৃতদেহকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সদ্য বিবাহিতা স্ত্রীর মতো করেই বধূবরণ করেছিলেন। অন্ত্যেষ্টির পর এবার সারা বাড়িতে তাঁর ছবি টাঙানোর ভাবনা সাগরের। সোমবার সাগর বলেন, মা চাঁপা বারিকও চান ছেলে মৌলির স্মৃতি নিয়ে বাকি জীবনটা কাটাক। এই প্রসঙ্গে সাগর এদিন বললেন, ‘‘আমার মা মৌলিকে মেয়ের মতো ভালোবাসতেন। তিনি খুবই ভেঙে পড়েছেন। মা চান আমাদের এই ভালোবাসা আমরা যেন কোনওদিন ভুলে না যাই।’’

    সাগর বললেন, ‘‘এটা আমার বাড়ির শিক্ষা। যাঁকে ভালোবাসবে তাঁকে মন দিয়ে ভালোবাসো। সেই ভালবাসায় যেন কোনও খাদ না থাকে। সেই শিক্ষা থেকেই আমি মৌলিকে ভালোবাসায় কোনও খাদ রাখতে চাইনি। ও নেই তো কী হয়েছে যতদিন বাঁচব ওর ভালোবাসার স্মৃতি নিয়ে বাঁচবো।’’ এদিকে মৌলির শ্রাদ্ধের কাজ হবে সাগরের বাড়িতেই। আগামী ১০ মে শনিবার ঘাট ও ১১ মে রবিবার সাগরের বাড়িতেই মৌলির শ্রাদ্ধ হবে। দেওর হিসেবে বিশাল মৌলির মুখাগ্নি করেছেন। আর তাই শ্রাদ্ধের কাজও তিনিই করবেন। মৃত্যুর পর সাগরের মৌলির মৃতদেহকে বিয়ে করার বিষয়টি মেনে নিয়েছেন মৌলির পরিবারও। মৃত্যুর পর মৌলি সাগরদের বাড়ির বউ হয়েছেন সেটাও মেনে নিয়েছেন তাঁরা। তাই সাগরের বাড়িতে শ্রাদ্ধের কাজ করা নিয়ে মৌলির পরিবারের সদস্যরা কোনও আপত্তি তোলেননি। সাগর ও তাঁর পরিবারের মৌলির প্রতি ভালোবাসা ও কর্তব্য দেখে তাঁরা হতবাক। এই ঘটনা দেখে অনেকেই বলছেন, বর্তমানে স্বার্থান্বেষী দুনিয়ায় এক মানুষের প্রতি আরেক মানুষের এরকম ভালোবাসা সত্যিই বিরল।
  • Link to this news (প্রতিদিন)