লক্ষ্য উন্নয়ন, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মেন্টর পদে প্রাক্তন বিধায়ক ধীমান রায়
প্রতিদিন | ০৬ মে ২০২৫
অর্ণব দাস, বারাসত: লক্ষ্য এলাকার সার্বিক উন্নয়ন। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের মেন্টর পদের দায়িত্ব পেলেন অশোকনগরের প্রাক্তন বিধায়ক ধীমান রায়। দায়িত্বভার গ্রহণের পরই তাঁকে সংবর্ধনা জানান জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ দীপক লাহিড়ি, অধ্যক্ষ আরশাদ উদ-জামান-সহ অন্যান্যরা।
উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত ৩৩ বিধানসভার মধ্যে বেশিরভাগই পঞ্চায়েত এলাকা। পঞ্চায়েত এলাকার উন্নয়নে বড় ভূমিকা রয়েছে জেলা পরিষদের। স্বাভাবিকভাবেই ভোটের আগে সার্বিক উন্নয়নকে পাখির চোখ করতে চাইছে শাসকদল তৃণমূল। সেই কারণেই মেন্টর নিয়োগ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিষয়ে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, “মেন্টর হিসাবে প্রাক্তন বিধায়ক তথা অশোকনগর কল্যাণগড় পুরসভার ভাইস চেয়ারম্যান ধীমান রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। ভাইস চেয়ারম্যান থাকায় উন্নয়নের ক্ষেত্রে ওর ইতিবাচক ভূমিকা রয়েছে। তাই এক্ষেত্রেও বাড়তি সুবিধা হবে।”
দায়িত্বভার গ্রহণের পর ধীমান রায় জানালেন, “পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যব্যাপী মানবিক চিন্তাধারার নতুন সংযোজন মেন্টর বা পরামর্শদাতা। আমি নিশ্চিতভাবে সেই দায়িত্ব পালন করব। আমরা একটা পরিবার। এই পরিবার আলোচনার মাধ্যমে জেলা পরিষদের উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে বলে বিশ্বাস করি।” প্রসঙ্গত, এদিন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মেন্টর নিয়োগ করার পাশাপাশি কো-মেন্টর পদের দায়িত্ব পেলেন বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস।