• কলকাতার রাস্তায় লুট নগদ আড়াই কোটি! ট্যাক্সি থামিয়ে চড়াও দুষ্কৃতীরা
    প্রতিদিন | ০৬ মে ২০২৫
  • অর্ণব আইচ: ফের খাস কলকাতায় দিনেদুপুরে নগদ লুট! এবার ট্যাক্সি থেকে গায়েব আড়াই কোটি টাকা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ এন্টালির ফিলিপস মোড়ের কাছে ট্যাক্সি থেকে নগদ লুট করা হয় বিদেশি মুদ্রা লেনদেনকারী সংস্থার টাকা। দুষ্কৃতীরা বেপাত্তা। তদন্তে নেমেছে পুলিশ।

    এস এন ব্যানার্জি রোডের উপর বিদেশি মুদ্রা বিনিময়ের অফিস থেকে ২ কোটি ৬৬ লক্ষ টাকা নগদ নিয়ে রওনা হয়েছিলেন এক কর্মী। গন্তব্য পার্ক সার্কাসের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা। সেখানে টাকা জমা করার কথা ছিল। অফিসের সামনে থেকেই ট্যাক্সি ধরেন তিনি। ফিলিপস মোড়ের কাছে আচমকা গাড়িতে চড়ে বসে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ট্যাক্সিচালককে গাড়িটি কামারডাঙার দিকে নিয়ে যেতে বলে। সেখানে গাড়ি থামিয়ে ডিকিতে থাকা আড়াই কোটির বেশি নগদ নিয়ে চম্পট দেয়। থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে পুলিশ। কিন্তু দুষ্কৃতীরা এখনও অধরা।

    সম্প্রতি কলকাতা শহরে ছিনতাইবাজদের দৌরাত্ম্য বেড়েছে। ইতিপূর্বে পার্ক সার্কাস এবং রাজা বাজার চত্বরে বাইকে চেপে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করা হয়েছে। একবার নামী বিপণি সংস্থার টাকা লুট হয়। পরেরবার টার্গেট হন ছাগল ব্যবসায়ী। পরে পার্ক স্ট্রিটের প্রযোজনা সংস্থায় ঢুকে ব্যাগভর্তি টাকা লুট করে। এবার ফিলিপস মোড়ের ট্যাক্সি থেকে বিরাট অঙ্কের নগদ লুট করা হল।
  • Link to this news (প্রতিদিন)