• গুটখা চিবিয়ে স্টেশনে থুতু! জরিমানা করে শিয়ালদহ শাখায় বিপুল আয় রেলের
    এই সময় | ০৬ মে ২০২৫
  • গুটখা, পান মশলা চিবিয়ে যত্রতত্র থুতু ফেলার অভ্যাস রয়েছে? শিয়ালদহ বিভাগের কোনও স্টেশনে অতর্কিতে এমন কাজ করলে কপালে দুঃখ রয়েছে। ধরা পড়লেই জরিমানা করা হবে। শুনলে অবাক হবেন, শুধু এপ্রিল মাসেই বিভিন্ন স্টেশন চত্বরে থুতু ফেলার জন্য ৬,১৯৩ জনকে জরিমানা করা হয়েছে। 

    ঝাঁ চকচকে করা হচ্ছে শিয়ালদহ বিভাগের বিভিন্ন রেল স্টেশনগুলিকে। রেলের তরফে একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে যাত্রীদের। পাশাপাশি, স্টেশন চত্বর যাতে নোংরা-আবর্জনায় ভরে না থাকে, সে ব্যাপারে বাড়তি নজর রয়েছে বলে দাবি রেলের। অনেকেই গুটখা, পান মশলা চিবিয়ে যত্রতত্র থুতু ফেলে থাকেন স্টেশন চত্বরে বা প্ল্যাটফর্মে। এর বিরুদ্ধে এপ্রিল মাসে একটি অভিযান চালানো হয়। 

    শিয়ালদহ বিভাগের তরফে এই অভিযানে মোট ৬,১৯৩ জনকে জরিমানা করা হয়েছে। জরিমানা বাবদ রেলের ভাঁড়ারে ঢুকেছে মোট ৭,৬১,০৭০ লক্ষ টাকা।  শিয়ালদহের বিভাগীয় রেল ম্যানেজার রাজীব সাক্সেনা বলেন, ‘এক মাসে এতগুলি থুতু ফেলার ঘটনা ধরা পড়া অত্যন্ত হতাশাজনক। আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি ঠিকই, তবে এটি প্রমাণ করে যে সচেতনতার খুব অভাব আছে এবং নাগরিক অভ্যাসে দ্রুত পরিবর্তন আনা দরকার।’

  • Link to this news (এই সময়)