বিভিন্ন অ্যাপে ট্রেডিংয়ের জন্য নিয়োগ করছেন? সতর্কবার্তা দিল রাজ্য পুলিশ। একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম নাম পরিবর্তন করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে বলে জানাল পুলিশ।
রাজ্য পুলিশের তরফে একটি বার্তায় জানানো হয়েছে, ‘Treasure NFT এখন Treasure Fun নামে আপনারদের আবারও invest করতে বলছে এবং Treasure NFT তে আপনাদের জমানো সঞ্চয় ফেরৎ দেওয়ার কথা বলছে। এটা একটি ফাঁদে, এতে একদম পা দেবেন না।’
রাজ্য পুলিশের তরফে একটি ভিডিয়ো বার্তায় বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায় বলেন, ‘প্রতারকের দল জেনেবুঝে, সময় বুঝে আপনার টাকা নিয়ে চম্পট দেয়। একদল লগ্নিকারী কিছু অধিক মুনাফার আশায় এইসব জায়গায় লগ্নি করেন। আগেই বলেছিলাম Treasure NFT একটি পনজি স্কিম।’ নতুন করে প্রতারণা করার জন্যেই এই সংস্থাটি নাম বদল করে ফাঁদ পেতেছে বলে দাবি করেন তিনি।
পুলিশ কর্তা জানান, এই সংস্থাটির পুরোনো ওয়েবসাইট বা অ্যাপে যাঁরা নিয়োগ করেছিলেন, তারা পুরোনো লগ ইন আইডি দিয়ে নতুন সংস্থার সাইটেও লগ ইন করতে পারছেন। অনেকেই ভেবে নিচ্ছেন, এ বার হয়তো তাঁরা পুরোনো সংস্থায় জমানো বা লগ্নি করা টাকা ফেরত পাবেন। কিন্তু, আদতে নতুন মোড়কে একই কোম্পানি প্রতারণার ফাঁদ পেতেছে বলে দাবি করেন তিনি। এ সম্পর্কে ওই ভিডিয়ো বার্তায় নাগরিকদের সতর্ক করেছে রাজ্য পুলিশ।