কলকাতার পর এ বার বিধাননগর, নিউ টাউন। রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হলো সোমবার। নিউ টাউনে পাঁচটি এবং সেক্টর ফাইভে নয়টি রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিল প্রশাসন।
সোমবারই একটি বৈঠকে বসেছিলেন নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (এনকেডিএ) এবং নবদিগন্ত শিল্পতালুক কর্তৃপক্ষ। সেখানেই রেস্তোরাঁগুলি জরুরি ভিত্তিতে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রেস্তোরাঁগুলিতে বেশ কিছু অনিয়ম ধরা পড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বড়বাজারে অগ্নিকাণ্ডের পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন, শহরের যাবতীয় ‘রুফটপ’ ক্যাফে বন্ধ করতে হবে। দমকল সরেজমিনে পরিদর্শনের পর ক্যাফে, রেস্তোরাঁগুলি বন্ধ করে দেওয়া হয়।
সেই একই পথে হাঁটল বিধাননগরও। বিশেষত ছাদ, সিঁড়ির নীচ দখল করে কতগুলো রেস্তোরাঁ ও ক্যাফে চলছে, সেগুলির তালিকা তৈরি করা শুরু হয়েছে। রবিবারই বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছিলেন, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনার পর বিধাননগরের ওয়ার্ড ভিত্তিক রুফটপ ক্যাফে ও রেস্তোরাঁর তালিকা কাউন্সিলারদের দিতে বলা হয়েছে। পরবর্তীকালে সেই তালিকা পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও জানানো হয়।
তথ্য সহায়তা: প্রশান্ত ঘোষ