• 'আবার ঢপবাজি!' দিঘায় জগন্নাথ ধাম লেখা সরানো হল? ‘সত্যি’টা জানালেন দেবাংশু
    হিন্দুস্তান টাইমস | ০৬ মে ২০২৫
  • দিঘার জগন্নাথ ধামের সামনে লেখা হয়েছিল ইংরেজিতে জগন্নাথ ধাম। কিন্তু দেখা যাচ্ছে সেই জগন্নাথ ধাম লেখাটা আর নেই। বিজেপি নেতৃত্বের দাবি, প্রভূ জগন্নাথের ভক্তদের প্রবল আপত্তিতে এই সাইনেজটা সরিয়ে ফেলা হয়েছে। এটা হল হিন্দুদের জয়। দাবি বিজেপি নেতা অমিত মালব্যের। তবে অমিত মালব্যের পোস্ট করা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

    তবে এবার তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য গোটা বিষয়টির ব্যাখা দিয়েছেন।

    দেবাংশু লিখেছেন, মিথ্যাচারের রাজা, বিজেপির ফেক নিউজ ফ্যাক্টরির মালিক আবার ঢপবাজি শুরু করেছে! কোন বিতর্কের পর কিছু সরানো হয়নি।। ওই ‘জগন্নাথ ধাম’ লেখা বোর্ডটা চন্দননগরের লাইটিং এর সাথেই এসেছিল টেম্পোরারি স্ট্রাকচার হিসাবে। উদ্বোধনের প্রক্রিয়াসম্পন্ন হওয়ার পর বাকি টেম্পোরারি লাইটিং গুলোর সাথে ওটাও খুলে নেওয়া হয়েছে। সরকার সঠিক সময়ে পার্মানেন্ট স্ট্রাকচার করবে।

    ওটা জগন্নাথ ধাম। ধামই থাকবে। কারোর কথায় পরিবর্তন হবে না। ধাম কথার অর্থ বাসস্থান। যেখানে ঈশ্বর বাস করেন সেটাই ধাম। ইস্কনের সন্তরা সবটা পরিষ্কার করে দিয়েছেন। আমরা অমিত মালব্য বা বিজেপির থেকে ধর্ম শিখব না।

    এর আগে ওড়িশার বিভিন্ন মহল থেকে দিঘার সঙ্গে ধাম শব্দটি জোড়া নিয়ে তীব্র আপত্তি তুলেছিল। তবে এবার তৃণমূল নেতা দেবাংশু সাফ জানিয়ে দিয়েছেন, ‘ওটা জগন্নাথ ধাম। ধামই থাকবে। কারোর কথায় পরিবর্তন হবে না। ধাম কথার অর্থ বাসস্থান। যেখানে ঈশ্বর বাস করেন সেটাই ধাম। ইস্কনের সন্তরা সবটা পরিষ্কার করে দিয়েছেন। আমরা অমিত মালব্য বা বিজেপির থেকে ধর্ম শিখব না।’

    অর্থাৎ ওটা যে জগন্নাথ ধাম হিসাবেই উল্লেখ করা থাকবে তা পরিষ্কার করে দিয়েছেন দেবাংশু।

    উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে

    এদিকে শুভেন্দু অধিকারীও দাবি করেছিলেন জগন্নাথ মন্দিরের সামনে থেকে এই সাইনএজ সরানো হয়েছে। এটা বাস্তব। কিন্তু এবার পালটা জানালেন দেবাংশু।

    তাঁর দাবি ওটা চন্দননগরের লাইটিং। অনুষ্ঠান শেষ হওয়ার পরে তারা লাইটিং খুলে নিয়ে চলে গিয়েছে।

    চন্দননগরের আলোক শিল্পীরা এবার দিঘাতে আলোর ব্যবস্থা করেছিলেন। সাজানো হয়েছিল মন্দির ও সংলগ্ন এলাকাকে। তবে কি তার অঙ্গ হিসাবেই এই জগন্নাথ ধাম শব্দটি লেখা হয়েছিল?

    তবে বিজেপি নেতৃত্ব এই ঘটনার পরেই আসরে নেমে পড়েছিলেন।

    তবে পুলিশের তরফে কী বলা হচ্ছে?

    তবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে বলা হয়েছে, বিভিন্ন মহল থেকে গুজব ছড়ানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শ্রী দিঘা জগন্নাথ ধামের বিভিন্ন সাইনেজ সরিয়ে নিয়েছে। নিজে দেখুন। এটা পুরো মিথ্যে। আমরা ভক্তদের অনুরোধ করছি এই মিথ্যে খবর দিয়ে বিপথে চালিত হবেন না। কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে যারা গুজব ছড়াবেন ও ভুয়ো খবর ছড়াবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)