নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসল জলপাইগুড়ি জেলা প্রশাসন। শহরের হোটেল ও রেস্তরাঁগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিক আছে কি না, তা খতিয়ে দেখতে শুরু হল অভিযান। সোমবার জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যৌথভাবে হোটেল ও রেস্তরাঁগুলিতে অভিযান চালান। রেস্তরাঁগুলিতে ফায়ার লাইসেন্স আছে কি না, তা যেমন যাচাই করা হয়, তেমনই লজগুলির সরাই লাইসেন্স খতিয়ে দেখা হয়। অভিযানে যোগ দেয় জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ। প্রথম দিনের অভিযানেই রেস্তরাঁগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে বেশকিছু খামতি নজরে এসেছে প্রশাসনের আধিকারিকদের। এনিয়ে তারা সংশ্লিষ্ট হোটেল ও রেস্তরাঁ কর্তৃপক্ষকে চরম সতর্ক করেছেন। শীঘ্রই তাদের নোটিসও পাঠানো হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। অভিযোগ, জলপাইগুড়িতে বেশিরভাগ হোটেল ও রেস্তরাঁয় অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিক নেই। ফলে কোনওভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বাসিন্দাদের অভিযোগ, জলপাইগুড়ি শহরের একাধিক বহুতলে দিব্যি রুফটপ রেস্তরাঁ চলছে। কোথাও আবার বহুতলে হোটেল কর্মীদের থাকার জন্য ঘর বানিয়ে ফেলা হয়েছে। জেলা প্রশাসনের তরফে এদিন জানানো হয়েছে, বেশকিছু হোটেল ও রেস্তরাঁয় খামতি নজরে এসেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করতে বলা হয়েছে। হোটেল ও রেস্তরাঁয় শুধু অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখলে হবে না। কর্মীদের দিয়ে নিয়মিত মক ড্রিল করাতে হবে।