• রাস্তার নামকরণ ‘ভারতমাতা’ সাইনবোর্ড ঘিরে বচসা, উত্তেজনা
    বর্তমান | ০৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গ্রামবাসীরা অন্ধকারে। পঞ্চায়েত, পুলিস ও ব্লক প্রশাসনেরও অনুমতি নেই। তা সত্ত্বেও সোমবার বিকেলে মাটিগাড়ায় একটি মোড়ের নামকরণ করা হল ‘ভারতমাতা’! এনিয়ে একটি সংগঠন সেখানে পোস্টার সাঁটায় তাদের সঙ্গে বচসা বাধে গ্রামবাসীদের। ঘটনাস্থলে এনিয়ে উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, গ্রামে অশান্তি পাকানোর জন্য বিজেপির মদতে বহিরাগত কিছু যুবক ওই কাজ করেছেন। যদিও বিজেপির দাবি, ওই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। স্থানীয় রাজনীতিতে এনিয়ে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে। 

    ওল্ড মাটিগাড়া রোডে ২ নম্বর রেলগেট অতিক্রম করতেই মিলবে সংশ্লিষ্ট মোড়। রাস্তার দু’পাশে দোকান ও বাড়ি। সংশ্লিষ্ট গ্রামের নাম বিশ্বাস কলোনি। মোড়টির নাম মাটিগাড়া বাইপাস মোড়। এদিন বিকেলে আচমকা কিছু যুবক সংশ্লিষ্ট মোড়ে জড়ো হন। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর তাঁরা মোড়টির নতুন নামকরণ করেন ‘ভারতমাতা’। স্থানীয় একটি বোর্ডে সেই নামের ফ্লেক্স সাঁটা হয়। 

    এনিয়ে আপত্তি তোলেন গ্রামবাসীদের একাংশ। তাঁরা ওই যুবকদের ঘিরে ধরে প্রতিবাদ জানান। এক-দু’কথায় উভয়পক্ষের মধ্যে তুমুল বচসা বাধে। গ্রামবাসীরা বলেন, মোড়ের ওই নাম নিয়ে আপত্তি নেই। কিন্তু মোড়টির নামকরণ করার পদ্ধতি ঠিক নয়। পুলিস, প্রশাসন ও পঞ্চায়েতকে কিছু না জানিয়ে বহিরাগত ওই যুবকরা এমনটা ঘটিয়েছেন। আর মোড়ের নামকরণ করার দায়িত্ব তো তাঁদের নয়। ওই যুবকদের এমন কাণ্ডের জন্য গ্রামে গোলমাল লাগার উপক্রম তৈরি হয়েছিল। 

    ওই সাইনবোর্ড ঝুলিয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, সংশ্লিষ্ট মোড় ‘পাকিস্তান মোড়’ হিসেবে পরিচিত। তাই সেটির নাম বদল করে ভারতমাতা মোড় করা হয়েছে। 

    তবে কারও সঙ্গে ঝামেলা পাকানো উদ্দেশ্য নয়। গ্রামবাসীরা মনে করলে এই নামের জায়গায় মুনি ঋষিদের নাম দিতে পারেন। ব্লক প্রশাসনের কাছে সেই প্রস্তাব রেখেছি। 

    এনিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে। সংশ্লিষ্ট এলাকা মাটিগাড়া-২ গ্রাম পঞ্চায়েতের অধীনে। স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের হেমরাজ ছেত্রীর অভিযোগ, বিজেপির মদতে গ্রামে গোলমাল  পাকানোর চেষ্টা করছিল ওই যুবকরা। আমরা ঘটনাস্থলে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। 

    যদিও মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, ওই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তবে পাকিস্তান মোড়ের বদলে ভারতমাতা নাম নিয়ে আপত্তির কিছু নেই। 

    মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস বলেন, আইন অনুসারে কোনও রাস্তা, মোড় ও গ্রামের নামকরণ করার দায়িত্ব পঞ্চায়েতের। গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে তারা তা করবে। তবে একটি সংগঠন ওই মোড়ের নাম ভারতমাতা কিংবা মুনি ঋষিদের নামে করার প্রস্তাব দিয়েছে। সেই মোড়ে তাঁরা সাইনবোর্ড বসানোর কথা জানায়নি। এজন্য প্রশাসনের কাছ থেকে কোনও অনুমতিও নেয়নি।       
  • Link to this news (বর্তমান)