বালুরঘাট স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ নিম্নমানের, অভিযোগ তৃণমূলের
বর্তমান | ০৬ মে ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট স্টেশনে অমৃত ভারত প্রকল্পে একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। ওই কাজে এবার নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস। এনিয়ে সোমবার বালুরঘাট স্টেশন চত্বরে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র যুবরা। তৃণমূলের অভিযোগ, বালুরঘাট রেল স্টেশন চত্বরে নিম্নমানের সামগ্রী দিয়ে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে। ওই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয় প্রকল্পের কাজে স্টেশন চত্বরের গাছ কাটা হয়েছে। সেখানে এখনও গাছ লাগানো হয়নি। এনিয়ে তারা এদিন একটি স্মারকলিপি বালুরঘাট রেল স্টেশনের আধিকারিককে তুলে দিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও তিনি নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করেছেন। এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বরীশ সরকার, টাউন যুব সভাপতি মহেশ পারেখ, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ সহ অন্যান্যরা।
অম্বরীশ সরকার বলেন, কিছুদিন আগে আমাদের কাছে খবর আসে রেল স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এছাড়া রেল স্টেশনের ভিতরে পরিকাঠামো খুবই খারাপ রয়েছে। এনিয়ে আমরা স্টেশনের আধিকারিকের মাধ্যমে কাটিহার ডিভিশনের ডিআরএমকে স্মারকলিপি দিয়েছি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপী সরকার বলেন, যারা নিম্নমানের কাজ করে তারাই আজ বড় বড় কথা বলছে। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। কোথায় নিম্নমানের কাজ হচ্ছে দেখাক? আসলে সুকান্ত মজুমদার রেলের এত উন্নয়ন করেছেন, যা তৃণমূলে সহ্য হচ্ছে না বলেই অপপ্রচারের চেষ্টা চালাচ্ছে। এবিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযাগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, কাজে কেউ বাধা দেয়নি। তৃণমূল যুবর কয়েকজন স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিয়েছেন।