• কলের জল নেওয়া নিয়ে ঝামেলা, মহিলার উপর প্রাণঘাতী হামলা
    বর্তমান | ০৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: টাইম কলের জল সংগ্রহ করা নিয়ে বিবাদের জেরে এক মহিলা ও তাঁর স্বামীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয় বলে অভিযোগ। ওই পরিবারের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিস প্রতিবেশী একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের ৩২ নম্বর ওয়ার্ডের তিনবাত্তি ওভারব্রিজ উপরপাড়ায়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আনন্দ বাড়ুই। পেশায় সে টোটোচালক। 

    স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ৩০ এপ্রিল সকালে টাইম কল থেকে জল ভরছিলেন এলাকারই বাসিন্দা রুবি সরকার। কলের মুখে পাইপ লাগিয়ে জল ভরছিলেন তিনি সহ আরও কয়েকজন মহিলা। আনন্দ এসে আচমকাই পাইপটি কলের মুখ থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয় এবং কলের মুখ আটকে দেয় বলে অভিযোগ। রুবি প্রতিবাদ করেন। তিনি দাবি করেন, পুরসভা থেকে কল বসানো হয়েছে। সেই জল নেওয়ার অধিকার সকলের আছে। এ কথা বলতেই রুবির ওপর আনন্দ চড়াও হয়। তাঁর পরনের কাপড় ছিঁড়ে দেয়। পরে আনন্দর স্ত্রী বাড়ি থেকে লোহার রড় ও বাঁশ নিয়ে এসে রুবির মাথায় আঘাত করে বলে অভিযোগ। রুবি বাঁচার জন্য চিৎকার করলে তাঁর স্বামী গণেশ সরকার ঘর থেকে বের হতেই আনন্দ তাঁর মাথায় রড দিয়ে আঘাত করে। এতে রুবির স্বামী সজ্ঞা হারান। অভিযোগ, এরপরও থামেনি আনন্দ। রুবিকে নালায় ফেলে কিল-ঘুষি-লাথি মারে। পরিস্থিতি বেগতিক হচ্ছে দেখে স্থানীয় কয়েকজন আনন্দকে নিরস্ত্র করে। রুবি ও তাঁর স্বামীকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হয়ে ঘটনার সমস্ত বিবরণ ও তাঁদের বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে শনিবার রাতে এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন রুবি। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। 

    শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে রুবি সরকার বলেন, ওই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছি। অভিযুক্তের স্ত্রীকেও গ্রেপ্তার করার আবেদন পুলিসের কাছে রেখেছি।

    ধৃত আনন্দর স্ত্রী জ্যোতি বাড়ুই জানান, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়। মিথ্যা অভিযোগে তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে। তাঁকেও ফাঁসানোর চক্রান্ত চলছে।  
  • Link to this news (বর্তমান)