• আরও পাঁচটি রুটের কাজ শেষ, একমাসের মধ্যে ছুটবে ইলেকট্রিক ইঞ্জিন
    বর্তমান | ০৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে আরও পাঁচটি রুটে ইলেকট্রিফিকেশনের কাজ সম্প্রতি শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যেই ওই রুটগুলিতে ইলেকট্রিক ইঞ্জিনে শুরু হবে ট্রেন চলাচল। এতে রেল যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত হবে বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। 

    নিউ কোচবিহার থেকে বক্সিরহাট, বক্সিরহাট থেকে ধুবড়ি, নিউ মাল জংশন থেকে ময়নাগুড়ি রোড, নিউ কোচবিহার থেকে বামনহাট এবং ফকিরগ্রাম থেকে গোলকগঞ্জ পর্যন্ত রুটে এই ইলেকট্রিফিকেশনের কাজ সম্প্রতি শেষ করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, এনএফ রেলের মোট ২২টি সেকশনে এই কাজ শুরু হয়েছিল। তারমধ্যে এই পাঁচটি রুটে ইলেকট্রিফিকেশনের কাজ বাকি ছিল। এবার তা শেষ হল। 

    উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, ইলেকট্রিফিকেশনের কাজ শেষ হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের মোট পাঁচটি সেকশনে ওই কাজ শেষ করা হয়েছে। মাস খানেকের মধ্যেই ওসব জায়গায় ইলেকট্রিক ট্রেন ছুটবে। 

    এনএফ রেল সূত্রে জানা গিয়েছে, নিউ কোচবিহারে-বক্সিরহাট রুটে ৩০.২৬ কিমি, বক্সিরহাট-ধুবড়ি লাইনে ৪৮.২৩ কিমি, নিউ মাল জংশন-ময়নাগুড়ি রোড রুটে ৪১ কিমি, নিউ কোচবিহার-বামনহাট লাইনে ৪৯.৮১ কিমি এবং ফকিরগঞ্জ-গোলকগঞ্জ রুটে ৪৫.০৫ কিমি করে রেলপথকে ইলেকট্রিফিকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। 

    ব্রিটিশ আমলে উত্তর-পূর্ব ভারতে যে রেলপথের পথচলা শুরু হয়েছিল তা দীর্ঘদিন ধরে নানা বিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। মিটার গেজ থেকে ব্রডগেজ হয়েছে। কয়লার ইঞ্জিন থেকে শুরু করে ডিজেল ইঞ্জিনের পথ পেরিয়ে এবার এই এলাকার বহু রেল রুট ইলেকট্রিফিকেশনের আওতায় নিয়ে আসছে রেল।  এর মধ্যে বহু গুরুত্বপূর্ণ রুট সহ স্থানীয় বেশকিছু রুটও রয়েছে। এসব লাইনে ইলেকট্রিফিকেশন হলে ট্রেন চলাচলে তার গতি বৃদ্ধি পাবে। একইসঙ্গে দুর্ঘটনা এড়ানোও অনেকটা সহজ হবে। রেল সূত্রে জানা গিয়েছে, মোট ২২টি সেকশনে ১১৪১.৩৮ কিমি রেলপথকে ইলেকট্রিফিকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে।
  • Link to this news (বর্তমান)