• শনির পর সোমবারও, দিনহাটা কলেজে ছাত্র সংঘর্ষে উত্তেজনা
    বর্তমান | ০৬ মে ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: দিনহাটা কলেজে ফের ছাত্র সংঘর্ষ। শনিবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের ক্যান্টিন চত্বরে দুই দল ছাত্রের মধ্যে হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। দিনের পর দিন অশান্তি ও সংঘর্ষে আতঙ্কিত পড়ুয়ারা। এতে বাড়ছে নিরাপত্তার অভাবও। এই কলেজে প্রায় সাত হাজার ছাত্রছাত্রীর মধ্যে এখন কলেজে হাজির থাকছে গড়ে অল্পকিছু পড়ুয়া। অধিকাংশ ক্লাসেই ছাত্রছাত্রীর সংখ্যা নেমে এসেছে এক অঙ্কে। বিশেষত ছাত্রীদের মধ্যে কলেজে না আসার প্রবণতা বেড়েছে চোখে পড়ার মতো। 

    কলেজ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ক্যান্টিনের সামনে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতির আকার নেয়। একে অপরকে কিল-ঘুষি মারতে শুরু করে দু’পক্ষ। ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে কলেজ থেকেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দিনহাটা থানায়। পুলিস এসে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং দু’পক্ষের মোট ছ’জনকে আটক করে থানায় নিয়ে যায়। 

    এই কলেজে শনিবার একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় আহত হয় তৃতীয় সেমেস্টারের বাংলা বিভাগের এক ছাত্র। তিনি র‍্যাগিংয়ের প্রতিবাদ করেছিলেন বলে দাবি করেন। পাল্টা তাঁর বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ তোলে অপর পক্ষ। সোমবার কলেজ খুলতেই সেই পুরনো ঘটনার রেশে ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

    দিনহাটা কলেজের প্রিন্সিপাল আব্দুল আওয়াল বলেন, ছাত্র সংঘর্ষের ঘটনার পুনরাবৃত্তি শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। অধিকাংশ পড়ুয়া কলেজমুখী হতে সাহস পাচ্ছে না। আতীতে তো একাধিকবার পুলিসকে হস্তক্ষেপ করতে হয়েছে। কলেজ কর্তৃপক্ষ হিসেবে আমরা উদ্বিগ্ন। গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। 

    উল্লেখ্য, এ বছর জানুয়ারি মাসেও কলেজে একই ধরনের গণ্ডগোল হয়েছিল। সেই ঘটনাতেও বেশ কয়েকজন ছাত্রকে আটক করেছিল পুলিস। এদিনের ঘটনায় ক্ষুব্ধ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটা কলেজ পরিচালন কমিটির সভাপতি উদয়ন গুহ। তিনি বলেন,দিনহাটা কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টাকে কঠোর হাতে দমন করা হবে। আমি পুলিস প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছি, যারা ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করে গণ্ডগোল পাকাচ্ছে তাদের বিরুদ্ধে যেন অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া হয়। কলেজে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই হবে। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)