• সাফাই কর্মীদের বিক্ষোভ, জঞ্জালময় শহর
    বর্তমান | ০৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বেতন বৃদ্ধি ও বকেয়া মেটানোর দাবিতে আবারও  আন্দোলনে রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা। সোমবার সকালে রায়গঞ্জ পুরসভার সামনে তাঁরা বিক্ষোভ দেখান। এই অবস্থায় শহরে নিয়মিত সাফাই নিয়ে চরম বেকায়দায় পড়েছে রায়গঞ্জ পুরসভা। এখনও বহু জায়গা থেকে জঞ্জাল সাফাই হয়নি। শহরের মোহনবাটি বাজার, মিলন পল্লি, দেবীনগর, স্টেশন বাজার, স্টেশন রোড, পুর বাসস্ট্যান্ড, জেলখানা মোড়, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ শহরের প্রায় সব ওয়ার্ড দুর্গন্ধময়। জঞ্জালের স্তূপে ঢেকেছে পুরসভার ভ্যাট ও ময়লা তোলার গাড়িগুলি। এনিয়ে ক্ষুব্ধ নাগরিকরাও। বিরোধীদের অভিযোগ, রায়গঞ্জ পুরসভার এই প্রশাসক বোর্ড নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে উদ্যোগী হচ্ছে না। যদিও পুর কর্তৃপক্ষের দাবি, আলোচনার মাধ্যমে সাফাই কর্মীদের সমস্যা মেটানো হবে। এবং সাফাই শুরু হবে।  উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার বলেন, আমরা পুরকর্মীদের বোঝাচ্ছি। জরুরিভিত্তিক এই কাজ বন্ধ রাখলে সাধারণ মানুষের সমস্যা হয়। আশা করি সাফাইকর্মীরা বুঝবেন। এবং সহযোগিতা করবেন।

    কয়েকদিন ধরেই সাফাইকর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছিল। কিন্তু সোমবার সেই ছাই চাপা আগুন জ্বলে ওঠে। শতাধিক কর্মী এদিন জমায়েত করে পুরসভার সামনে বিক্ষোভ দেখান। শেষে পুরসভার প্রশাসক বোর্ডের তরফে সাধন কুমার বর্মনের বৈঠক হয়। তাতেও সমস্যা মেটেনি বলে সাফাইকর্মীদের দাবি। তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান বিক্ষোভকারী মুনিয়া বাসফোর। 

    এ প্রসঙ্গে রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, পুরসভা শুধু বড় বড় কথা বলে। সাফাই কর্মীরা বেতন পাচ্ছেন না। তাঁরা বিপাকে পড়েছেন। প্রশাসন সমস্যার সমাধান করুক। অন্যদিকে শহরের ভ্যাটগুলিতে আবর্জনা উপচে পড়ছে। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে। 
  • Link to this news (বর্তমান)