• বিএসএফের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন হিলির দম্পতি
    বর্তমান | ০৬ মে ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: হিলি সীমান্তে বাংলার বাড়ি তৈরি করতে গিয়ে মার খেতে হল বধূকে। সন্ধ্যার পর বাড়ির কাজ করায় বিএসএফ জওয়ানরা তাঁকে এবং স্বামী, কিশোরী মেয়েকেও মারধর করেছেন বলে অভিযোগ। যা নিয়ে রবিবার রাতে ব্যাপক উত্তেজনা তৈরি হয় হিলি সীমান্তের উজাল এলাকায়। বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে  হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই পরিবার। সীমান্তরক্ষী বাহিনীর কেউ এবিষয়ে মন্তব্য করতে চাননি। তবে, ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 

    বিএসএফ ও পুলিস সূত্রে খবর, হিলি থানার উজাল গ্রামের বাসিন্দা  বাসুদেব চৌহান ও তাঁর স্ত্রী নেহা চৌহান। তাঁরা সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছেন। সেই নির্মাণ কাজ চলছিল রবিবার সন্ধ্যায়। এই সময় কাজ যাতে বন্ধ রাখা হয়, সেকথা জানাতে ওই বাড়িতে গিয়েছিলেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। কথাবার্তা শুরু হওয়ার পর কিছুক্ষণের মধ্যে বচসা শুরু হয় বাড়ির সদস্যদের সঙ্গে। পরিবারের সদস্যদের দাবি, মশলা বেঁচে গিয়েছিল। অল্প কিছুক্ষণ কাজ করলেই শেষ হয়ে যেত। সেজন্য কিছুক্ষণ কাজ চালিয়ে যেতে দেওয়ার অনুরোধ করা হয়েছিল জওয়ানদের। কিন্তু মানতে চাননি তাঁরা। পরবর্তীতে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। তাঁরা হিলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান। বধূর শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। এনিয়ে পাল্টা বিএফএফও অভিযোগ দায়ের করেছে। 

    আক্রান্ত বধূ নেহা বলেন, সন্ধ্যাবেলা কাজ বন্ধ রাখার কথা বলে বিএসএফ। কিছুক্ষণ কাজ করার অনুরোধ করলে তাঁরা আমাদের বাজে কথা বলেন। সেই সময় কিছু না বললেও রাতে খাওয়ার সময় চার জওয়ান বাড়িতে আসেন। আমাকে,  স্বামী ও মেয়েকে মারধর করেছেন তাঁরা। 

    খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য গোপাল মালি। তাঁর কথায়, ওই পরিবার বাড়ি তৈরি করছিল। কাজ করা নিয়ে বচসা হয়। তাঁরা মারধরের অভিযোগ করেছেন। এনিয়ে বিএসএফের সঙ্গে কথা বলেছি। তাদের অভিযোগ, ওই পরিবারের কেউ মদ খেয়ে গালিগালাজ করেছেন। সেজন্য ফের ওই বাড়িতে গিয়েছিলেন। 

    অন্যদিকে, এই ঘটনার পর সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকি বলেন, বাংলার বাড়ি তৈরি করছিল ওই পরিবার। বিএসএফের উচিত ছিল সহযোগিতা করা। মারধর করা ঠিক হয়নি।

    বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, সীমান্তে উদ্বেগজনক পরিস্থিতি। আদতে কী ঘটেছে জানি না। তবে, বিএসএফ এভাবে কাউকে মারধর করে না। 
  • Link to this news (বর্তমান)