মাধ্যমিকে ৬৫৩, চিকিৎসক হতে চায় নিম্নবিত্ত পরিবারের সন্তান সৌগত
বর্তমান | ০৬ মে ২০২৫
সংবাদদাতা, পুরাতন মালদহ: মাধ্যমিকে এবার ৬৫৩ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে মালদহের গাজোলের টোটো চালকের ছেলে সৌগত গাইন। ৯৩.২৮ শতাংশ নম্বর পেয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে সে। মেধাবী ছেলের স্বপ্নপূরণে অনেক অর্থের প্রয়োজন। কিন্তু টাকার অভাবকে উচ্চশিক্ষায় বাধা হতে দেবেন না বলে পণ করেছেন বাবা। প্রয়োজনে আরও কয়েক ঘণ্টা বাড়তি টোটো চালাবেন তিনি। সৌগতর বাড়ি গাজোলের নয়াপাড়াতে। বাবা প্রশান্ত ও মায়ের নাম সমাপ্তি। হাজী নাকু মহম্মদ হাইস্কুলে পড়াশোনা করে নিম্নবিত্ত পরিবারের সন্তান সৌগত। টিনের ঘরে দিনে ১০ ঘণ্টার বেশি পড়াশোনা করে বাংলাতে ৮৪, ইংরেজিতে ৮৬, অঙ্কে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৯, জীবন বিজ্ঞানে ৯৮, ভূগোল এবং ইতিহাসে ৯৩ নম্বর পেয়েছে। সৌগতর বক্তব্য, ৬৫৩ নম্বর পেলেও যথেষ্ট আক্ষেপ রয়েছে। সে বলে, কলা বিভাগে নম্বর অনেকটাই কমে গিয়েছে। আরও ভালো নম্বর আশা করেছিলাম। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ডাক্তার হতে চাই। ওই কৃতীর বাবা বলেন, আমি টোটো চালক। পাশাপাশি জলের ব্যবসা করি। উপার্জনের বেশিরভাগ ছেলের পড়াশোনায় খরচ করি। ছেলে চিকিৎসক হতে চায়। জানি অনেক টাকা লাগবে, তবে যেভাবে হোক জোগাড় করব। স্কুলের সহকারী প্রধান শিক্ষক জীবনকৃষ্ণ দেবনাথের কথায়, সৌগত আমাদের স্কুলের ছাত্র। নিয়মিত ক্লাস করত। তার কিছু বিষয়ে নম্বর কম এসেছে বলে আক্ষেপ করছে। জীবনে অনেক বড়ো হোক, সেটাই চাই। - নিজস্ব চিত্র