মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে মুর্শিদাবাদের পথে শহিদ ঝন্টু শেখের পরিবার
বর্তমান | ০৬ মে ২০২৫
সংবাদদাতা, তেহট্ট: মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন শহিদ ঝন্টু আলি শেখের পরিবার। মঙ্গলবার তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। সোমবার বাড়ি থেকে তেহট্ট ব্লক অফিসে এসে প্রশাসনিক কিছু কাজ সেরে তাঁরা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হন। কাশ্মীরের উধমপুর সেক্টরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন তেহট্ট থানার পাথরঘাটার বাসিন্দা ঝন্টু আলি শেখ। তিনি প্যারা কমান্ডো বাহিনীতে কর্মরত ছিলেন। গত ২৪ এপ্রিল তিনি শহিদ হোন। সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝন্টুর ভাই নাজিম শেখকে ফোন করেন। তিনি ফোন করে তাঁকে বলেন যে, সবরকম দরকারে মুখ্যমন্ত্রীকে ফোন করতে। তাঁদের সবরকম সহযোগিতা করবেন বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। ঝন্টুর কফিন বন্দী মৃতদেহ শনিবার গ্রামে ফেরে। সেই কফিনবন্দি দেহ সঙ্গে করে নিয়ে আসেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি সব্যসাচী দত্ত, কৃষ্ণনগরের সংসদ সদস্য মহুয়া মৈত্র সহ অন্যান্যরা। সেইদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, শহিদ ঝন্টু আলি শেখের পরিবারকে দশ লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সোমবার মুর্শিদাবাদ পৌঁছান। সেখান থেকে মঙ্গলবার সুতিতে যাবেন। সেখানেই এই শহিদ পরিবারকে তিনি ডেকে পাঠান। শনিবার তাঁদের এই খবর দেওয়া হয়। এদিন দাদা রফিকুল শেখ, বাবা শবুর আলি শেখ, ঝন্টুর স্ত্রী শাহনাজ পারভিন ছেলে ও মেয়ে সহ পরিবারের আরও কয়েকজন তেহট্ট থেকে রওনা হন। মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরনের জন্য তাঁদের ডাকা হয়েছে বলে এলাকার বাসিন্দাদের অভিমত।