নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এক সময়ে মুখ্যসচিব মুর্শিদাবাদের জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকের দায়িত্ব পালন করেছেন। হাতের তালুর মতো চেনেন গোটা জেলা। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিন দিনের মুর্শিদাবাদ সফরে এসেছেন তিনিও। এদিন মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনিক ভবনে একটি রূদ্ধদ্বার বৈঠকের পর সার্কিট হাউসে চলে যান। তারপর মুখ্যসচিব আরও একটি বৈঠক শুরু করেন। মনোজবাবুর সঙ্গে এদিন জেলা প্রশাসনিক ভবনের পুরনো বহু কর্মী দেখা করতে আসেন। জেলার উন্নয়নের কাজ এবং দৈনিক কাজ খতিয়ে দেখার পর পর্যালোচনা করেন তিনি। বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এই বৈঠকে জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) দীননারায়ণ ঘোষ, (উন্নয়ন) চিরন্তন প্রামাণিক, (জেলা পরিষদ) শামসুর রহমান, ভূমি ও ভূমি রাজস্ব পি প্রমথ সহ একাধিক আধিকারিক হাজির ছিলেন। বৈঠক শেষে মুখ্যসচিব গাড়ি নিয়ে চলে যান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেডিক্যাল কলেজের অবস্থাও খতিয়ে দেখেন তিনি। মেডিক্যাল কলেজের সুপার ও প্রিন্সিপালের সঙ্গে বৈঠক শেষে মুখ্যসচিব বলেন, রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্সদের সঙ্গে কথা বললাম। হাসপাতালের পরিকাঠামো নিয়ে কথা হয়েছে। আরও ভালো পরিষেবা দিতে আগামীতে আমাদের নতুন নতুন পরিকল্পনা রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনও অভিযোগ পাইনি। এরপর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলব। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, এটা রুটিন বৈঠক। মঙ্গলবার সুতিতে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই সমস্ত কাজকর্ম একবার ঝালিয়ে নিলেন মুখ্যসচিব।