• কুপার্সে বেহাল রাস্তা সংস্কারে অবশেষে বরাদ্দ ৬০ লক্ষ টাকা
    বর্তমান | ০৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: প্রায় তিন বছর ধরে কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়া অথরিটির নির্বাচন হয়নি। এর ফলে এলাকায় নেই কোনও নির্বাচিত বোর্ড। স্বাভাবিকভাবেই বিভিন্ন জনকল্যাণমূলক কাজ ব্যাহত হচ্ছে। সবচেয়ে শোচনীয় অবস্থা শহরের রাস্তাগুলির। এই অবস্থায় সাময়িক স্বস্তি দিয়ে জীর্ণ রাস্তা সংস্কারে ৬০লক্ষ টাকা বরাদ্দ করল কর্তৃপক্ষ।

    রানাঘাট শহরের উপকণ্ঠে রয়েছে উপশহর কুপার্স। একসময় বাংলাদেশ থেকে আসা ছিন্নমূল মানুষদের বসবাসের কেন্দ্র বা ক্যাম্প পরবর্তীকালে নোটিফায়েড এরিয়া অথরিটিতে রূপান্তরিত হয়। কিন্তু বছরের পর বছর নির্বাচন না হওয়ার কারণে শহরের বেশিরভাগ রাস্তার বেহাল দশায়। খানাখন্দে ভরা রাস্তা, কোথাও পিচ উঠে গিয়ে মাটির আস্তরণ বেরিয়ে পড়েছে। শহরের বিভিন্ন অংশে প্রতিদিনই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। বৃষ্টি হলে কাদায় রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এতে ক্ষুব্ধ কুপার্স ক্যাম্পের ১২টি ওয়ার্ডের বাসিন্দারা। কাউন্সিলার না থাকার কারণে কেউই তাঁদের সমস্যার কথা প্রশাসনিক কর্তৃপক্ষকে জানাতে পারছেন না। অবশেষে খানিক ‘স্বস্তি’র সংবাদ শোনাচ্ছে মহকুমা শাসকের অধীনে থাকা পুরসভা। জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে রাস্তা সংস্কারের জন্য ৬০লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। তবে বড় রাস্তা নয়, বরাদ্দ হওয়া এই অর্থে শহরের প্রতিটি ওয়ার্ডের একটি করে মোট ১২টি ছোট রাস্তা সংস্কার করা হবে। আগামী এক মাসের মধ্যেই সংস্কারের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। যাতে বর্ষার আগে অন্তত কিছু এলাকায় সমস্যা লাঘব হয়।

    তবে আংশিক সংস্কার নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। শহরের বাসিন্দা তপন বিশ্বাস বলেন, শহরের বেশিরভাগ রাস্তার করুণ অবস্থা, সেখানে কয়েকটি রাস্তা সংস্কার করে কী হবে? দীর্ঘদিন ধরে ভোট হচ্ছে না। এর কোনও সদুত্তর প্রশাসন দিতে পারছে না। নির্বাচিত প্রতিনিধি না থাকায় সামগ্রিক পুর পরিষেবা ভেঙে পড়েছে।

    কুপার্স নোটিফায়েড এরিয়া অথরিটির প্রশাসক তথা রানাঘাটের মহকুমা শাসক ভরত সিং বলেন, ধীরে ধীরে কুপার্স ক্যাম্প এলাকার হাল ফেরাতে চেষ্টা করছি। আপাতত কয়েকটি বাছাই করা রাস্তা সংস্কারের মাধ্যমে কাজ শুরু হচ্ছে। ধীরে ধীরে সমস্ত রাস্তার হাল ফেরানোর চেষ্টা হচ্ছে। এছাড়াও জেলা পরিষদ ৪কোটি টাকা ব্যয়ে বেগোপাড়া কুপার্স রোডটি নতুন করে তৈরির কাজ করছে।
  • Link to this news (বর্তমান)