• কোপাই থেকে বেআইনিভাবে তোলা হচ্ছে বালি, অভিযোগ
    বর্তমান | ০৬ মে ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতন থানার কোপাই নদী থেকে দেদার লুট করা হচ্ছে বালি। পাড় থেকে কাটা হচ্ছে মাটিও। দিনের পর দিন বালি ও মাটি লুটে স্থানীয় প্রভাবশালী ও পুলিসের একাংশের মদত রয়েছে বলে অভিযোগ। সবার জন্য ‘পার্সেন্টেজ’-এর ব্যবস্থা রয়েছে বলেও এলাকাবাসীর অভিযোগ।  সেটা মিললেই ডাক পার্টির তরফে মেলে অবাধ ছাড়। বালি ও মাটি বোঝাই ট্রাক্টর থেকে তোলা আদায়ে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকে ডাক মাস্টারের বাহিনী। ট্রাক্টর পিছু দৈনিক ১০০ টাকা ও মাসিক ছয় হাজার টাকা দিলেই দিনভর মেলে বালি ও মাটি তোলার ছাড়পত্র। দীর্ঘদিন ধরে এই অবৈধ রমরমা কারবার চলছে। রবিবার রাতে তোলা তুলতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে হাতেনাতে ধরা পড়ে যায় ডাক পার্টির লোকজন। উত্তেজনা ছড়ায় কোপাই নদী সংলগ্ন বল্লভপুর এলাকায়। ঘটনাস্থলে পুলিস গিয়ে একজনকে আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কোপাই নদী এলাকায় নতুন করে যাতে বালি, মাটি অবৈধভাবে তোলা না হয়, তার জন্য কড়া নজর রাখা হয়েছে বলে পুলিসের এক আধিকারিক জানিয়েছেন। 

    কোপাই নদী থেকে বালি ও মাটি চুরির ঘটনা নতুন নয়। মাফিয়া চক্রের দৌরাত্ম্যে কবিগুরু স্মৃতি বিজড়িত নদী আজ ধ্বংসের মুখে। টাকার বিনিময়ে প্রতিদিন ট্রাক্টরের পর ট্রাক্টর বোঝাই করে বালি ও মাটি চুরি করে নিয়ে যাচ্ছে মাফিয়ারা। এই অবৈধ কারবার শুধু নদীর ভারসাম্য ও স্বাভাবিক গতিপথকেই নষ্ট করছে না, পাশাপাশি পরিবেশের উপরও ফেলছে মারাত্মক প্রভাব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই চক্রের পিছনে রয়েছে প্রভাবশালী কিছু ব্যক্তি। তাদের মদতেই নির্বিঘ্নে চলছে এই লুট। অভিযোগ উঠেছে, অবৈধ লেনদেন ছাড়া নাকি ছাড়পত্র মেলে না। ফলে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। অস্তিত্ব হারাচ্ছে বোলপুরের অহঙ্কার কোপাই। আশঙ্কায় পরিবেশবিদরা। তবে, বালি কিংবা মাটি মাফিয়াদের এ নিয়ে কোনও তাপ-উত্তাপ নেই। তারা ডাক মাস্টারের সঙ্গে সেটিং করে দিব্যি কারবার চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের দাবি। তক্কে তক্কে থেকে তাঁরাই ডাক মাস্টারের দলবলকে গতকাল রাতে পাকড়াও করেন।  এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা কাজী ইকবাল আহমেদ বলেন, ‘শাসকদলের নেতা ও পুলিসের একাংশের সহায়তায় দিনের পর দিন এই তোলাবাজি চলছে। এই ঘটনায় কারা যুক্ত রয়েছে, তা তদন্ত করলেই সবকিছু বেরিয়ে আসবে। দোষীদের অবিলম্বে না ধরলে এলাকায় বৃহত্তর আন্দোলন হবে।’ থানার এক আধিকারিক বলেন, একজনকে আটক করা হলেও তার বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে আগামী দিনে নদী থেকে বালি ও মাটি তোলাতে লাগাম দিতে কড়া নজর রাখা হবে। 

     কোপাই থেকে বালি ও মাটি তোলা হয়েছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)