• বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ প্রৌঢ়ের, বি গার্ডেনে তলিয়ে গেল শিশু
    বর্তমান | ০৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার হাওড়ায় গঙ্গায় তলিয়ে গেল এক প্রৌঢ় এবং এক শিশু। বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন রঞ্জন চক্রবর্তী (৫৫) নামের এক ব্যক্তি। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে হাওড়ার বি গার্ডেন এলাকায়। মায়ের সঙ্গে গঙ্গা স্নান করতে গিয়েছিল সাত বছরের কৌশিক মাজি। মা জল থেকে উঠে এলেও ছেলেকে আর খুঁজে পাননি তিনি। এদিন সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালালেও পুলিস কাউকেই উদ্ধার করতে পারেনি। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে বালি ব্রিজ থেকে রঞ্জন চক্রবর্তী নামের ওই প্রৌঢ় আচমকা গঙ্গায় ঝাঁপ দেন। বাগুইআটির নারায়ণতলার বাসিন্দা রঞ্জনবাবু এক পরিচিত গাড়িচালকের সঙ্গে বালিতে এসেছিলেন। বালি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল তাঁদের। মাঝপথে বালি ব্রিজে সেলফি তুলবেন বলে গাড়ি দাঁড় করিয়ে নামেন তিনি। এরপর হঠাৎ ব্রিজ থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলে আসে বালি থানা ও রিভার ট্রাফিক পুলিস। প্রৌঢ়কে খুঁজতে গঙ্গায় ডুবুরি নামানো হয়। কিন্তু তাঁর হদিশ মেলেনি। অন্যদিকে, বর্ধমানের মঙ্গলকোট থেকে হাওড়ার বি গার্ডেন এলাকায় দিদার বাড়িতে বেড়াতে এসেছিল সাত বছরের কৌশিক। এদিন দুপুরে মায়ের সঙ্গে সে গঙ্গায় স্নান করতে যায়। কৌশিককে স্নান করানোর পর তাকে ঘাটে দাঁড় করিয়ে মা শিল্পী মাজি গঙ্গায় নামেন। এই সুযোগে কৌশিক ফের নদীতে নেমে যায়। মা স্নান সেরে ঘাটে উঠে দেখেন, ছেলে নেই। ঘটনাস্থলে আসে এজেসি বোস বি গার্ডেন থানার পুলিস। ডুবুরি নামানো হলেও শিশুর খোঁজ মেলেনি।
  • Link to this news (বর্তমান)