• কেইআইআইপি-কে ৩১ জুলাইয়ের মধ্যে নিকাশির কাজ শেষের নির্দেশ
    বর্তমান | ০৬ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার আওতায় কেইআইআইপি প্রকল্পে শহরের সংযুক্ত এলাকায় নিকাশি ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে। বছরের পর বছর ধরে চলছে সেই কাজ। তা নিয়ে রীতিমতো তিতিবিরক্ত এলাকাবাসী। বিরক্ত পুর কর্তৃপক্ষও। মেয়র ফিরহাদ হাকিম নিজেও একাধিকবার এই প্রকল্পের কাজের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। বর্ষার আগে নিকাশি ব্যবস্থাপনা নিয়ে সোমবার পুরসভায় বৈঠক করেন মেয়র। সেখানেই তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কেইআইআইপির যাবতীয় কাজ শেষ করতে হবে। মেয়র বলেন, ‘বিভিন্ন জায়গায় নিকাশি ও রাস্তার কাজ করছে কেইআইআইপি। এখনও অনেক জায়গায় কাজ সম্পূর্ণ হয়নি। যে রাস্তা তারা করতে পারছে না, সেটা পুরসভা করে দিচ্ছে রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায়।’ 

    এদিনের বৈঠকে কলকাতা পুরসভা, আবহাওয়া দপ্তর, সেচদপ্তর, পূর্তদপ্তর, কলকাতা পুলিস, সিইএসসি এবং বন্দর কর্তৃপক্ষের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বন্দর এলাকায় নিকাশি ব্যবস্থা না থাকা নিয়েও এদিন অসন্তোষ ব্যক্ত করেন মেয়র। বলেন, ‘পোর্ট এলাকায় কোনও ড্রেনেজ সিস্টেম নেই। সেখানে দীর্ঘদিন ধরে বন্দর কর্তৃপক্ষ ডিসিল্টিং করে না। বন্দরের অনেক রাস্তা পুরসভাকে মেরামত করে দিতে হয়। আগেও বন্দরের সহযোগিতা সেভাবে পাওয়া যায়নি। ভবিষ্যতেও পাওয়া যাবে কি না সন্দেহ।’ বর্ষার আগে সমস্ত প্রস্তুতি সেরে ফেলা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। ফিরহাদ জানান, নিকাশির সঙ্গে যুক্ত বেশিরভাগ খাল ভালো অবস্থায় আছে। পুরসভার কাজ হল পাম্পিং স্টেশন ও সব লকগেট ঠিকঠাক রাখা। নিকাশিনালা থেকে কয়েক লক্ষ টন পলি তোলা হয়েছে। শহরে কোথাও পাঁচ ঘণ্টার বেশি জল দাঁড়াবে না। গঙ্গায় জোয়ার থাকলে জল নামতে একটু সমস্যা হয় বলে মেনে নেন তিনি। বর্ষাকালীন পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুলিস ও পুরসভার কন্ট্রোল রুমের মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। 
  • Link to this news (বর্তমান)