অর্পণ সেনগুপ্ত, কলকাতা: উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর কলেজে ভর্তি নিয়ে দোলাচলে থাকেন পড়ুয়ারা। পছন্দের কলেজ মিললেও পছন্দের বিষয় পাওয়া যায় না। উল্টোটাও হয় অনেক সময়। এই অনিশ্চয়তার পালা এবার শেষ হতে চলেছে। কলেজে ভর্তির সরকারি কেন্দ্রীয় পোর্টাল হচ্ছে আরও পড়ুয়াবান্ধব। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোন কলেজে কোন কোর্সে ভর্তির সম্ভাবনা রয়েছে, তার ইঙ্গিত মিলবে ওই পোর্টাল থেকেই। কাল, বুধবার প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। তার আগে পোর্টালের আধুনিকীকরণের জন্য জোর তৎপরতা চলছে। বেশ কিছু বিষয় সংযোজন ও সংশোধন করে আরও উপযোগী করে তোলা হচ্ছে পোর্টাল।
উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের বক্তব্য, তাঁদের কাছে গত বছরের রেফারেন্স রয়েছে। তার ভিত্তিতেই এই ইঙ্গিত দেওয়া সম্ভব হবে। ব্যবহার করা হবে ‘র্যাঙ্ক ম্যাট্রিক্স’। গত বছর কোন কলেজে কত নম্বর থেকে ভর্তি শুরু এবং শেষ হয়েছিল, সেই হিসেবের ভিত্তিতেই মিলবে এই ইঙ্গিত। অর্থাৎ, এতদিন জয়েন্টের কাউন্সেলিংয়ে যে সুবিধা মিলত, এবার তা ডিগ্রি কলেজের কাউন্সেলিংয়েও রাখা হচ্ছে। দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে আরও স্পষ্ট ইঙ্গিত দেওয়া সম্ভব হবে। কারণ, চলতি বছরে কোন কলেজে, কোন বিষয়ে কত নম্বর পেলে ভর্তি নেওয়া হয়েছে, সেই হিসেবও চলে আসবে আধিকারিকদের হাতে। ফলে আরও নির্ভুল আভাস দেওয়া সম্ভব হবে।
পোর্টালে প্রচুর অপশন থাকায় অনেক সময় বিভ্রান্ত হয়ে ভুলভাল জায়গায় আবেদন করে ফেলেন ছাত্রছাত্রীরা। অনেকে কোনও নির্দিষ্ট প্রতিষ্ঠানে বিশেষ কোনও কোর্সে ভর্তির লক্ষ্যে এগোন। কিন্তু দেখা যায়, প্রাপ্ত নম্বর অনুযায়ী হয়তো তাঁর সেখানে ভর্তি হওয়া সম্ভব নয়। একেবারে শেষ মুহূর্তে তা জানতে পেরে সমস্যায় পড়েন তাঁরা। যথেষ্ট নম্বর থাকা সত্ত্বেও কোথাও ভর্তি হতে না পেরে শেষ মুহূর্তে কলেজভিত্তিক অফলাইন কাউন্সেলিংয়ে গিয়ে শিকে ছিঁড়েছে—এমন ঘটনাও বিরল নয়। এই ব্যবস্থায় এই সমস্যাগুলি কমবে।
পোর্টালের সঙ্গে যুক্ত আধিকারিকরা জানাচ্ছেন, গত বছরের ভর্তি প্রক্রিয়া থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। দেখা গিয়েছিল, সিংহভাগ প্রার্থীই সাইবার ক্যাফে থেকে আবেদন করছেন। বহু ক্ষেত্রে সাইবার ক্যাফের কর্মীই প্রার্থীদের হয়ে যেমনভাবে পেরেছেন, আবেদন করে দিয়েছেন। তাই সাইবার ক্যাফে থেকে আবেদন করলেও এবার যাতে প্রার্থীরা নিজেরাই তা করতে পারেন, তার জন্য নির্দেশাবলি আরও স্পষ্ট করা হচ্ছে। গত বছর আরও একটি বিষয় নিয়ে প্রার্থীদের অভিযোগ সামনে এসেছিল। কোনও কারণে পছন্দ তালিকার উপরের দিকে থাকা কলেজ বা কোর্সে সুযোগ পেলে আর পরবর্তী কোনও অপশন নেওয়ার উপায় ছিল না। সেই সুযোগ অবশ্য এবারও থাকবে না বলেই এখনও পর্যন্ত খবর। গত বছর কলেজে প্রায় সাড়ে চার লক্ষ আসন ফাঁকা ছিল। তেমন পরিস্থিতি এবারও হতে চলেছে। কারণ, কোভিড পরবর্তী সময়ে কলেজের আসন সংখ্যা বাড়ানো রয়েছে। ফলে সেই আসন সংখ্যা ডিগ্রি কোর্স করতে আসা মোট ছাত্রের তুলনায় কয়েক লক্ষ বেশি। কিছু কলেজ অবশ্য ইতিমধ্যে আসন কমানোর আবেদনও করেছে।