উস্কানিমূলক মন্তব্য, হস্টেল থেকে বিতাড়িত ৯ ডাক্তারি ছাত্র
বর্তমান | ০৬ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মেডিক্যাল কলেজের হস্টেলে কয়েকজন হবু চিকিৎসকের বিরুদ্ধে একাধিক ইস্যুতে ‘উস্কানিমূলক মন্তব্য’ করার অভিযোগ উঠেছে। বিষয়টি এতটাই গুরুতর যে তা কলেজ কর্তৃপক্ষের কানে পৌঁছতেই হস্টেল থেকে বিতাড়িত করা হয়েছে ৯জন পড়ুয়াকে। শুধু তাই নয়, গোটা ঘটনা নিয়ে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করেছে বারাসত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে।
জানা গিয়েছে, মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তি ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অশোকনগরের এক তরুণী নিজের ফেসবুক পেজে কিছু উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন। তারপর ওই তরুণীকে ধর্ষণের হুমকির মুখেও পড়তে হয়েছিল। বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। আমডাঙার বোদাই গ্রামের এক যুবকও বিতর্কিত পোস্ট করেন ফেসবুকে। সেই পোস্টকে কেন্দ্র করেও ধুন্ধুমার কাণ্ড ঘটে। বোমাবাজি, পুলিসকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়া, এমনকী পুলিসের গাড়িতে ভাঙচুর পর্যন্ত চালানো হয়। এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয় ব্যাপকভাবে। এই আবহে বারাসত সরকারি মেডিক্যাল কলেজের ন’জন পড়ুয়া হস্টেলে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। তার ফলে ক’দিন আগে হস্টেলের পরিস্থিতিও উত্তপ্ত হতে শুরু করে। কয়েকজন আবাসিক ওই সব মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা বিরূপ প্রতিক্রিয়া দেন। গোটা বিষয়টি কানে যায় কর্তৃপক্ষের। কলেজ সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় বর্ষের সাত জন এবং প্রথম বর্ষের দু’জন ডাক্তারি পড়ুয়া ‘উস্কানিমূলক মন্তব্য’ করেন। তা নিয়ে অন্যান্য কয়েকজন আবাসিকের সঙ্গে তাঁদের তুমুল তর্কাতর্কি ও বচসা শুরু হয়ে যায়। এরপরই বিতর্কে নাম জড়ানো পড়ুয়াদের হস্টেল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কলেজের এক কর্তা বলেন, ‘অভিযোগ পাওয়ার পরেই আমরা কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করেছি। ন’জনকেই সরিয়ে দেওয়া হয়েছে হস্টেল থেকে। তবে তাঁদের পড়াশোনার ক্ষেত্রে কোনও আপত্তি করা হয়নি। প্রত্যেকেই ক্লাস করছে। তদন্ত কমিটি গোটা বিষয়টি নিয়ে বিভিন্ন দিক থেকে তদন্ত করছে। এক-দু’দিনের মধ্যে সব কিছু স্পষ্ট হয়ে যাবে।’ রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।